মহম্মদ শামি। —ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারবেন না মহম্মদ শামি। চোট এখনও সারেনি তাঁর। জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শামির পরিবর্ত হিসাবে কারও নাম ঘোষণা করেনি বোর্ড। ২৬ ডিসেম্বর থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ়।
টেস্ট দল ঘোষণার সময়ই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, শামি সুস্থ হলে তবেই দক্ষিণ আফ্রিকা যাবেন। শনিবার তারা জানিয়ে দিল যে, শামি যেতে পারবেন না। কিছু দিন আগেই শোনা গিয়েছিল শামির চোট পুরোপুরি সারেনি। গোড়ালিতে চোট রয়েছে শামির। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই বিশ্রামে বাংলার পেসার।
এক দিনের বিশ্বকাপে প্রথম চারটি ম্যাচে দলে নেওয়া হয়নি শামিকে। কিন্তু পরের সাত ম্যাচে শামি ২৪টি উইকেট নেন। এ বারের বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট তাঁরই দখলে। এমন এক জন বোলারকে দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফরে না পাওয়া দলের জন্য বড় ক্ষতি।
দক্ষিণ আফ্রিকা সফরে না পাওয়া গেলেও আশা করা হচ্ছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শামিকে পাওয়া যাবে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া টেস্টে শামি না থাকলেও পেস আক্রমণ সামলাতে যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং মুকেশ কুমার থাকছেন। সেই সঙ্গে রয়েছেন শার্দূল ঠাকুরও।