R Ashwin

Team India: হোটেলেই বর্ষবরণ, কোহলী-দ্রাবিড়দের সঙ্গে নতুন বছরে নতুন আশার বার্তা অশ্বিনের

সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জিতেছেন কোহলীরা। বাকি দুই টেস্টের মধ্যে একটি জিততে পারলেই সে দেশে প্রথম বার টেস্ট সিরিজ জিতবে ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ১১:৪৬
Share:

বর্ষবরণ কোহলীদের ছবি: টুইটার

দেশ থেকে ৮,২৫০ কিলোমিটার দূরে বসে তাঁরা। তাতে কী? হোটেলেই নতুন বছরকে স্বাগত জানাল ভারতীয় ক্রিকেট দল। কেক কাটা থেকে শুরু করে এক সঙ্গে ছবি তোলা, সব হল। আর সেখান থেকেই নতুন বছরে নতুন আশার বার্তা দিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন

Advertisement

শুক্রবার ভারতীয় সময় মধ্য রাতে একটি টুইট করেন অশ্বিন। সেখানে দেখা যাচ্ছে দলের সবাই মিলে ছবি তুলছেন। ক্রিকেটারদের সঙ্গে সাপোর্ট স্টাফরাও রয়েছেন সেখানে। পাশে একটি টেবিলে কেক রয়েছে। দেখে বোঝা যাচ্ছে নিজেদের মধ্যেই তুমুল আনন্দ করেছেন তাঁরা। সেই আনন্দ থেকে বাদ যাননি রাহুল দ্রাবিড়ও

ছবির ক্যাপশনে অশ্বিন লিখেছেন, ‘নতুন বছর নতুন আশা। সবাইকে ২০২২ সালের শুভেচ্ছা।’

Advertisement

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের শুরুটা খুব ভাল হয়েছে ভারতের। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জিতেছেন কোহলীরা। বাকি দুই টেস্টের মধ্যে একটি জিততে পারলেই সে দেশে প্রথম বার সিরিজ জিতবে ভারত। সেই ইতিহাস তৈরি করার সুযোগ রয়েছে নতুন বছরেই। সেই আশার কথাই হয়ত বলতে চাইলেন অশ্বিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement