সরফরাজ় খান। ছবি: পিটিআই।
ধর্মশালায় দ্বিতীয় সেশনে রোহিত শর্মা এবং শুভমন গিল আউট হলেও সমস্যা হল না ভারতের। সরফরাজ় খান এবং দেবদত্ত পাড়িক্কল ভারতকে বড় রানের লিড দিতে পারেন। তাঁরা প্রায় ১০০ রানের জুটি গড়েছেন। দ্বিতীয় সেশন শেষে ভারত ৩৭৬/২।
দ্বিতীয় সেশনে ভারত ১১২ রান তুলল। রোহিত এবং শুভমন আউট হলেও ভারতের কোনও অসুবিধাই হল না রান করতে। সরফরাজ় এবং পাড়িক্কল পরিণত ব্যাটিং করলেন। মার্ক উড মার খেলেন তাঁদের হাতেও। সরফরাজ় এই ম্যাচেও অর্ধশতরান করলেন। ৫৬ রান করেন তিনি। পাড়িক্কল চা বিরতিতে যাওয়ার সময় ৪৪ রানে অপরাজিত রইলেন।
যে পিচে বৃহস্পতিবার ইংল্যান্ডের ব্যাটারেরা খেই হারিয়েছিলেন, সেই পিচে কী ভাবে খেলতে হয় তা দিনের শুরুতে দেখাচ্ছিলেন রোহিত এবং শুভমন। শুক্রবার সকাল থেকে ইংরেজ বোলারদের রীতিমতো শাসন করেন তাঁরা। দিনের শুরুতে যে ভাবে জেমস অ্যান্ডারসনের বলে তাঁর মাথার উপর দিয়ে ছক্কা হাঁকান শুভমন, তাতে প্রশংসা করতে দেখা যায় বেন স্টোকসকেও।
ভারত ইতিমধ্যেই ১৫৮ রানের লিড নিয়েছে। শুক্রবার সারাদিন ব্যাট করলে ভারত আরও ১০০-১৫০ রান যোগ করতেই পারে। তাতে ইংল্যান্ডকে ইনিংসে হারানোর সুযোগ থাকবে ভারতের কাছে। যে গতিতে ভারত রান তুলছে তাতে দ্বিতীয় দিনের শেষেই বড় রানের লিড নিতে পারে বলে মনে করা হচ্ছে।