Ravi Bishnoi

নতুন কিছু দেখতে পাচ্ছেন রোহিতরা

প্রথম টি-টোয়েন্টির পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রোহিত বলেন, ‘‘বিষ্ণোই খুবই প্রতিভাবান। ওর মধ্যে কিছু ব্যতিক্রমী ব্যাপার আমরা দেখেছিলাম। যার জন্য ওকে দলে রাখা হয়।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ০৭:০৬
Share:

ফাইল চিত্র।

লেগস্পিনার রবি বিষ্ণোইয়ের বোলিংয়ে রীতিমতো খুশি রোহিত শর্মা। ২১ বছরের তরুণ বুধবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক ম্যাচে নজর কেড়েছেন চার ওভারে ১৭ রানে দুই উইকেট নিয়ে। ম্যাচের সেরাও হন জোধপুরের ক্রিকেটার। সীমিত ওভারের ক্রিকেটে ভারত অধিনায়ক রোহিত মনে করছেন, ইডেনে রবি-উদয়ে তাঁর দলের বোলিং আক্রমণ আরও তীক্ষ্ণ হবে। তিনি মুগ্ধ বিষ্ণোইয়ের বৈচিত্রে। অধিনায়কের বিশ্বাস, এই নবাগতের ম্যাচে যে কোনও পরিস্থিতিতে বোলিং করার দক্ষতা রয়েছে।

Advertisement

প্রথম টি-টোয়েন্টির পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রোহিত বলেন, ‘‘বিষ্ণোই খুবই প্রতিভাবান। ওর মধ্যে কিছু ব্যতিক্রমী ব্যাপার আমরা দেখেছিলাম। যার জন্য ওকে দলে রাখা হয়।’’ যোগ করেন, ‘‘বোলিংয়ে প্রচুর বৈচিত্র্য। নিজের কাজটা দক্ষতার সঙ্গেও করে। ম্যাচে যে কোনও পরিস্থিতিতে ওকে আক্রমণে আনা যায়। বিষ্ণোই আসায় বোলিংয়ে আরও বিকল্প পেয়ে গেলাম। বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করা সহজ হয়ে যাবে।’’

জীবনের প্রথম ম্যাচে খেলতে নেমেই সফল হয়েছেন এই তরুণ স্পিনার। অধিনায়ক বলেছেন, ‘‘ভারতের হয়ে প্রথম ম্যাচেই ওর এত ভাল বোলিং দেখে সত্যিই খুব খুশি হয়েছি। নিঃসন্দেহে ছেলেটার ভবিষ্যৎ উজ্জ্বল। এখন আমাদের দায়িত্ব ওকে ঠিকঠাক ব্যবহার করে যাওয়া।’’

Advertisement

ম্যাচের সেরা বিষ্ণোই নিজেও রোমাঞ্চিত। বলেছেন, ‘‘ভারতীয় দলে খেলা প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন। আমি মানসিক ভাবে তৈরি ছিলাম। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বের অন্যতম সেরা দল। ওদের বিরুদ্ধে খেলার সুযোগ কাজে লাগানোই লক্ষ্য ছিল। তবে পরের ম্যাচে চেষ্টা করব অনেক কম ওয়াইড বল করতে।’’ ম্যাচে ছ’টি ওয়াইড করেন বিষ্ণোই।

ম্যাচের পরে ‘চহাল টিভি’-তে এসে সঙ্গী লেগস্পিনার যুজ়বেন্দ্র চহালকে তিনি বলেন, ‘‘জানতাম, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা সব বড় শট খেলতে পারে। আমার তাই লক্ষ্য ছিল, ওদের শট খেলার কোনও জায়গা না দেওয়া।’’

ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরে তিনি যে একটু চাপে ছিলেন, তা স্বীকার করেছেন বিষ্ণোই। কিন্তু সবার খোলামেলা মনোভাবে সেই চাপ কেটে যায়। তরুণ লেগস্পিনার বলেছেন, ‘‘প্রথম দিন নেটে নামার আগে একটু ঘাবড়ে ছিলাম। কিন্তু রাহুল (দ্রাবিড়) স্যর যে ভাবে স্বাগত জানান, তাতে সব ঠিক হয়ে যায়।’’ বিষ্ণোই আরও বলেন, ‘‘আমার বোলিংয়ের শক্তি ঠিক লেংথ ধরে রাখা। আমাদের ইনিংসের সময় খুব বেশি শিশির ছিল না। ব্যক্তিগত ভাবে আমি কখনও বেশি শিশির সামলে বল করিনি। অবশ্য এই ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আমরা অনুশীলন করেছি। তবে ম্যাচের সেরা হব ভাবতে পারিনি। তা-ও প্রথম ম্যাচে। ব্যাপারটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই।’’

আজ, শুক্রবার ইডেনে দ্বিতীয় টি-টোয়েন্টি। যে ম্যাচ জিতলে ওয়ান ডে-র মতো টি-টোয়েন্টি সিরিজ়ও দখল করে নেবে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement