India vs South Africa

সূর্যের শতরানের পর কুল-জা জুটির ঘূর্ণি, শেষ ম্যাচ জিতে সিরিজ় বাঁচাল ভারত

তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ২০১ রান তোলে ভারত। শতরান করেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকা সেই রান তাড়া করতে নেমে শেষ হয়ে যায় ৯৫ রানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ২৩:৪৯
Share:

কুলদীপ যাদব। —ফাইল চিত্র।

তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ২০১ রান তোলে ভারত। শতরান করেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকা সেই রান তাড়া করতে নেমে শেষ হয়ে যায় ৯৫ রানে।

Advertisement

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। কিন্তু ৬ বলে ১২ রান করে আউট হয়ে যান শুভমন গিল। তিন নম্বরে নেমে তিলক বর্মা প্রথম বলেই আউট হয়ে যান। ২৯ রান ২ উইকেট হারানো ভারতের ভরসা হয়ে দাঁড়ান অধিনায়ক সূর্য এবং যশস্বী জয়সওয়াল। তাঁরা মিলে ১১২ রানের জুটি গড়েন। যশস্বী ৬০ রান করে আউট হয়ে গেলেও সূর্য শতরান করেন।

রিঙ্কু সিংহ শেষবেলায় নেমে ১০ বলে ১৪ রান করেন। জীতেশ শর্মা হিট উইকেট হয়ে যান ৪ রান করে। রবীন্দ্র জাডেজা ২ বলে ৪ রান করে রান আউট হয়ে যান। ২০ ওভারে ভারত তোলে ২০১ রান।

Advertisement

সেই রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাডেজার স্পিন সামলাতে পারলেন না মার্করামেরা। কুলদীপ একাই নিলেন ৫ উইকেট। জাডেজা নিলেন দু'উইকেট। একটি করে উইকেট মুকেশ কুমার এবং আরশদীপ সিংহের। ডেভিড মিলার (৩৫) এবং মার্করাম (২৫) ছাড়া কেউ বিশেষ রান করতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement