Virat Kohli

চেন্নাইয়ে বিরাট-ঝড়! অনুশীলনে চিপক স্টেডিয়ামের দেওয়াল ভাঙলেন কোহলি

নেটে ব্যাট করছিলেন বিরাট। সেই সময় তাঁর মারা একটি বল সাজঘরের কাছের দেওয়ালে গিয়ে লাগে। সেই শটে এতটাই জোর ছিল যে, বলের আকারের গর্ত হয়ে যায় দেওয়ালে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০
Share:

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

চেন্নাইয়ে অনুশীলনে ব্যস্ত ভারতীয় দল। চিপক স্টেডিয়ামে অনুশীলন করছেন রোহিত শর্মারা। রবিবার সেই স্টেডিয়ামের দেওয়াল ভাঙলেন বিরাট কোহলি। তাঁর মারা বল লেগে স্টেডিয়ামের দেওয়ালে গর্ত হয়ে গেল।

Advertisement

নেটে ব্যাট করছিলেন বিরাট। সেই সময় তাঁর মারা একটি বল সাজঘরের কাছের দেওয়ালে গিয়ে লাগে। সেই শটে এতটাই জোর ছিল যে, বলের আকারের গর্ত হয়ে যায় দেওয়ালে। সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায় ধরা পড়ে সেই ঘটনা। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে অনুশীলনে ব্যস্ত ভারত। দু’টি টেস্ট খেলবে দুই দল। তারই প্রস্তুতি চলছে। এর মধ্যেই বিরাটের এই কাণ্ড নজর কেড়েছে।

পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে ভারতে এসেছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও টেস্ট জিততে পারেনি তারা। প্রথম বার পাকিস্তানকে টেস্ট সিরিজ়ে হারানোর পর সে দেশের অন্তর্বর্তিকালীন সরকার বাংলাদেশের ক্রিকেটারদের পুরস্কৃত করেছে। যা ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে শাকিব আল হাসানদের উৎসাহিত করবে।

Advertisement

ভারত শেষ টেস্ট খেলেছিল এই বছর মার্চে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে খেলেছিল তারা। আগামী চার মাসে ভারত মোট ১০টি টেস্ট খেলবে। যা নির্ধারণ করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ভাগ্য। এর মধ্যে ঘরের মাঠে পাঁচটি টেস্ট রয়েছে রোহিতদের। বাংলাদেশের পর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও ঘরের মাটিতে খেলবেন তাঁরা। বছরের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে দেশে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement