T20 World Cup 2022

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষা না কি একই দল? কী হতে চলেছে ভারতের প্রথম একাদশ?

রবিবার বিশ্বকাপে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। জিতলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২২ ১৭:২৮
Share:
০১ ১২

রবিবার বিশ্বকাপে জ়‌িম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। জিতলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত। কিন্তু প্রথম দু’টি ম্যাচের পর খেলতে নামায় ভারতের সামনে পরিষ্কার হয়ে যাবে জ়িম্বাবোয়ে ম্যাচের গুরুত্ব। সেই অনুযায়ী দলে কিছু বদল হতেই পারে।

০২ ১২

রোহিত শর্মা: ভারত অধিনায়ক বাংলাদেশ ম্যাচে রান পাননি। মাত্র ২ রানে ফিরে যান। জীবন ফিরে পেয়েও কাজে লাগাতে পারেননি। তবে জ়িম্বাবোয়ে ম্যাচে খেলবেন।

Advertisement
০৩ ১২

কেএল রাহুল: সমালোচনার জবাব দিয়ে রানে ফিরেছেন। আগের ম্যাচেই অর্ধশতরান করেছেন। জ়িম্বাবোয়ে ম্যাচ ফের তাঁর কাছে বড় রান করার সুযোগ।

০৪ ১২

বিরাট কোহলি: তিনটি অর্ধশতরান তাঁর নামের পাশে ইতিমধ্যেই রয়েছে। চতুর্থটি আসতে পারে জ়িম্বাবোয়ের বিরুদ্ধেই। প্রাক্তন অধিনায়ক নিজেও ছন্দ বজায় রাখতে মরিয়া।

০৫ ১২

সূর্যকুমার যাদব: যে-ই ম্যাচেই খেলছেন মাতিয়ে দিচ্ছেন। এখন টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ক্রিকেটার হয়েছেন। তাই বাড়তি তেতে থাকা স্বাভাবিক। নিজেকে প্রমাণ করার আরও সুযোগ থাকছে সূর্যের কাছে।

০৬ ১২

হার্দিক পাণ্ড্য: ব্যাটে-বলে এই দলে তাঁর অবদানের কথা অস্বীকার করা যাবে না। প্রতি ম্যাচেই নিয়মিত বোলিং করছেন। আবার ব্যাট হাতে রানও করছেন হার্দিক। আগের ম্যাচে ব্যর্থ হলেও এই ম্যাচে আবার সুযোগ।

০৭ ১২

দীনেশ কার্তিক: তাঁকে নিয়ে অনেক প্রশ্ন। কিন্তু বিশ্বকাপের মাঝে তাঁকে হঠাৎই হয়তো বাদ দেওয়া হবে না। তবে পরিস্থিতি ভারতের অনুকূলে থাকলে জ়‌িম্বাবোয়ের বিরুদ্ধে তাঁকে রিজার্ভে বসতে হতেও পারে।

০৮ ১২

অক্ষর পটেল: মাঝের দিকের ওভারে বিপক্ষের রান আটকাতে সিদ্ধহস্ত। আবার ব্যাট হাতেও দ্রুত রান তুলে দিতে পারেন। ফলে তাঁর খেলা নিয়ে সংশয় নেই।

০৯ ১২

রবিচন্দ্রন অশ্বিন: জ়‌িম্বাবোয়ে দলেও বাঁ হাতি ব্যাটার রয়েছেন। ফলে অশ্বিনের পক্ষে খেলা আরও সহজ হবে। তিনি যদি পরের দিকে উইকেট নিতে পারেন, তা হলে ভারতের কাজ সহজ হয়ে যাবে।

১০ ১২

ভুবনেশ্বর কুমার: ভারত আগে বল করুক বা পরে, নতুন বলে বিপক্ষকে ধাক্কা দিতে জুড়ি নেই তাঁর। জ়িম্বাবোয়ের টপ অর্ডারকে ধসিয়ে দিলে পরের দিকে সেই সুবিধা পেতে পারে ভারত।

১১ ১২

মহম্মদ শামি: তিনি শুরুতে বোলিং করছেন না ঠিকই। কিন্তু বল একটু পুরনো হতেই ভেল্কি দেখাচ্ছেন। তাঁকে খেলা ক্রমশ অসম্ভব হয়ে পড়ছে। জ়িম্বাবোয়ের মাঝের সারিতে অভিজ্ঞ ব্যাটাররা রয়েছেন। শামির বলে বিপদে পড়তে পারেন তাঁরা।

১২ ১২

আরশদীপ সিংহ: বাঁ হাতি এই জোরে বোলারকে শুরুতে খেলা বিপক্ষের কাছে অসম্ভব হয়ে পড়ছে। দারুণ সুইং করাচ্ছেন বল। তিনি এখন ভারতের অন্যতম সেরা অস্ত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement