T20 World Cup 2022

রোহিতদের বিরুদ্ধে কত রান করতে চান বাবররা, টসে হেরে জানিয়ে দিলেন পাক অধিনায়ক

ভারতের বিরুদ্ধে টসে হেরেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে হবে বাবর আজমদের। ভারতের বিরুদ্ধে তাঁরা কত রান করতে চান সে কথা জানিয়ে দিয়েছেন পাক অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ১৩:২২
Share:

ভারতের বিরুদ্ধে টসে হার পাকিস্তানের। ছবি: আইসিসি

টসে হেরে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করবে পাকিস্তান। মেলবোর্নে প্রথমে ব্যাট করতে নেমে কত রান করতে চায় পাকিস্তান, সে কথা জানিয়ে দিলেন দলের অধিনায়ক বাবর আজম। তিনি জানিয়েছেন, ১৬০ থেকে ১৭০ রান করার লক্ষ্য নিয়ে নামবেন তাঁরা।

Advertisement

টসে হেরে তিনি বলেন, ‘‘টস আমাদের হাতে নেই। টসে জিতলে আমরাও প্রথমে বল করতাম। কিন্তু এখন আমাদের ব্যাট করতে হবে। আমরা ১৬০-১৭০ রান করার চেষ্টা করব।’’ মেলবোর্নের বড় মাঠে এই রান করলে ম্যাচ জেতা সম্ভব বলে মনে করছেন বাবর।

দলের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন বাবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ও তার পরে ত্রিদেশীয় সিরিজ় খেলেছে পাকিস্তান। তাতে তাঁদের প্রস্তুতিতে সুবিধা হয়েছে বলে জানিয়েছেন বাবর। তিনি বলেছেন, ‘‘আমরা ভাল করে প্রস্তুতি নিয়েছি। এই বড় ম্যাচের জন্য তৈরি। ঘরের মাঠে ইংল্যান্ড ও তার পর ত্রিদেশীয় সিরিজ় কাজে লেগেছে। আশা করছি সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement