খেলতে নামার আগে ভারতীয় দল। ছবি: টুইটার
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে পশ্চিম অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে ভারত। পার্থে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে পশ্চিম অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের মধ্যে নজর কেড়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও হর্ষল পটেল। অশ্বিন তিনটি ও হর্ষল দু’টি উইকেট নিয়েছেন। ভুবনেশ্বর কুমার ও আরশদীপ সিংহ একটি করে উইকেট নিয়েছেন।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। এই ম্যাচেও প্রথম একাদশে খেলেননি বিরাট কোহলি। যদিও মাঠের ধারে তাঁকে প্রস্তুতি নিতে দেখা যায়। মাঠে পরিবর্ত হিসাবে ফিল্ডিং করতেও নামেন তিনি। ম্যাচের দ্বিতীয় ওভারেই পশ্চিম অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন আরশদীপ। জশ ফিলিপকে আউট করেন তিনি। কিন্তু তার পরে জুটি বাঁধেন ডার্সি শর্ট ও নিক হবসন। তাঁরা ভাল খেলছিলেন। পাওয়ার প্লে-তে ৫৪ রান করে পশ্চিম অস্ট্রেলিয়া।
পাওয়ার প্লে-র পরেও রানের গতি কমছিল না। শর্ট ও হবসন বিধ্বংসী মেজাজে ছিলেন। দু’জনেই অর্ধশতরান করেন। দেখে মনে হচ্ছিল ২০০-র কাছে রান করবে পশ্চিম অস্ট্রেলিয়া। কিন্তু ভারতকে ম্যাচে ফেরান হর্ষল। তাঁর একই ওভারে রবসন ও শর্টের উইকেট পড়ে। হবসন ৪১ বলে ৬৪ ও শর্ট ৩৮ বলে ৫২ রান করেন।
এই জুটি আউট হয়ে যাওয়ার পরে আর বেশি রান কেউ করতে পারেননি। ১৭তম ওভারে স্পিনের জাদু দেখান অশ্বিন। এক ওভারে তিন উইকেট নেন তিনি। পর পর দু’বলে অ্যাস্টন টার্নার ও স্টিভ ফ্যানিংকে সাজঘরে ফেরান অশ্বিন। তার পরে আউট করেন ক্যামেরন ব্যানক্রফ্টকেও। এই ধাক্কার পরে আর বেশি রান করতে পারেনি পশ্চিম অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৬৮ রানে শেষ হয় তাদের ইনিংস।