T20 World Cup 2022

জিম্বাবোয়েকে হারাল ওয়েস্ট ইন্ডিজ়, বিশ্বকাপে আশা বেঁচে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নদের

ব্যাট করতে নেমে চাপে পড়লেও খেই হারায়নি ওয়েস্ট ইন্ডিজ়। বোলাররা দলকে জেতালেন। এই জয়ের ফলে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আশা বেঁচে রইল ওয়েস্ট ইন্ডিজ়ের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৭:৩৮
Share:

ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারদের উল্লাস। ছবি: টুইটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের দৌড়ে টিকে থাকতে হলে জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততেই হত ওয়েস্ট ইন্ডিজ়কে। যোগ্যতা অর্জনের ম্যাচে শুরুতে চাপে পড়ে গেলেও শেষ পর্যন্ত জিতলেন নিকোলাস পুরানরা। এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজ়ের বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আশা বেঁচে রইল। ওয়েস্ট ইন্ডিজ়ের জয়ে বড় ভূমিকা নিলেন আলজারি জোসেফ। ৪ উইকেট নিলেন তিনি।

Advertisement

জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেন ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ওপেনার। কিন্তু চতুর্থ ওভারে খেলার গতির বিপরীতে আউট হয়ে যান কাইল মায়ের্স। রান পাননি এভিন লুইস, নিকোলাস পুরানরা। তবে এক দিকে টিকে ছিলেন জনসন চার্লস। তাঁর সঙ্গে জুটি বাঁধেন রভম্যান পাওয়েল।

দেখে মনে হচ্ছিল, এই জুটিতে বড় রান করবে ওয়েস্ট ইন্ডিজ়। কিন্তু ভুল বোঝাবুঝিতে ৪৫ রান করে আউট হয়ে যান চার্লস। তার পরে একের পর এক উইকেট পড়ে। একটা সময় মনে হচ্ছি, ১৩০ রান করতেও কষ্ট হবে ওয়েস্ট ইন্ডিজ়ের। কিন্তু শেষ দিকে পাওয়েল ও আকিল হোসেন দলের রানকে টানেন। শেষ কয়েকটি ওভারে বড় রান ওঠে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ়।

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে জিম্বাবোয়ে। প্রথম ওভারে ওঠে ২১ রান। কিন্তু ম্যাচের তৃতীয় ওভারে খেলার গতির বিপরীতে জোসেফের বলে আউট হন রেগিস চাকাভা। জিম্বাবোয়ের টপ ও মিডল অর্ডার রান পায়নি। নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকে। সিকন্দর রাজাকে ১৪ রানের মাথায় আউট করে জিম্বাবোয়েকে সব থেকে বড় থাক্কা দেন ওডিন স্মিথ।

শেষ দিকে লুক জংউই কিছুটা চেষ্টা করেন। তবে দলকে জেতাতে পারেননি তিনি। সেই জোসেফের বলে ২৯ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। সেই সঙ্গে জিম্বাবোয়ের জয়ের আশা শেষ হয়ে যায়। ১২২ রানে অলআউট হয়ে যায় তারা। ৩১ রানে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ়।

এই জয়ের ফলে গ্রুপ বি-তে চারটি দলেরই পয়েন্ট ২। প্রত্যেকের বাকি একটি করে ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ়ের শেষ ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে জিততে পারলেই বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে যাবেন পুরানরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement