মেয়াপ্পনের দাপটে শ্রীলঙ্কার ইনিংস ধাক্কা খেল। ছবি: টুইটার
এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক নিলেন সংযুক্ত আরব আমিরশাহির কার্তিক মেয়াপ্পন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মেয়াপ্পনের হ্যাটট্রিকের জেরে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান করতে পেরেছে তারা।
ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার ইনিংসের ১৫তম ওভারে। চতুর্থ বলে ভানুকা রাজাপক্ষকে আউট করেন মেয়াপ্পন। কভারের উপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরের বলেই গুগলি করেন মেয়াপ্পন। বুঝতে না পেরে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন চরিথ আসালঙ্ক। ওভারের শেষ বলে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকাকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেয়াপ্পন। তাঁর করা গুগলি বুঝতে পারেননি শনাকা। নিজের চার ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
কার্তিক মেয়াপ্পন। ছবি: টুইটার।
আমিরশাহির হয়ে খেললেও মেয়াপ্পনের বাড়ি তামিলনাড়ুর চেন্নাইয়ে। তাঁর ক্রিকেটের হাতেখড়ি এই দেশেই। পরে আমিরশাহি গিয়ে সেখানকার জাতীয় দলে সুযোগ পান মেয়াপ্পন।