ছবি: টুইটার থেকে
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। এত দিন ভারতীয় দল পার্থে অনুশীলন করছিল। শনিবার তারা চলে গেল ব্রিসবেনে। অধিনায়ক রোহিত শর্মা আগেই ব্রিসবেন পৌঁছে গিয়েছিলেন সাংবাদিক বৈঠকে যোগ দিতে। এ বার পুরো দল পৌঁছে গেল সেখানে।
অস্ট্রেলিয়া এবং নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সোমবার এবং বুধবার হবে সেই ম্যাচ। ব্রিসবেনে সেই ম্যাচ খেলার জন্যই গিয়েছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের টুইটারে শনিবার একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দেখা যায় ভারতীয় দলের ক্রিকেটাররা ব্রিসবেন বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন। সেখানে হালকা মেজাজে দেখা যায় তাঁদের। সমর্থকদের আবদার মেটাতেও দেখা যায় ক্রিকেটারদের। রবিবার সকালে অনুশীলন করবে ভারত। সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মহম্মদ শামি। তাঁকে যশপ্রীত বুমরার বদলে দলে নেওয়া হয়েছে। শনিবার রাতে মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুরও পৌঁছে যাবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ২৩ অক্টোবর। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচ হবে মেলবোর্নে। ইতিমধ্যেই সেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ভারতের গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ। এ ছাড়া আরও একটি দল যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসবে।