T20 World Cup 2022

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে হার্দিকের মনে শুধুই এক জনের কথা, কার?

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নায়ক বিরাট কোহলি। তিনিই সব আলোচনার কেন্দ্রে। কিন্তু এর মাঝে কঠিন সময়ে দাঁড়িয়ে ৩৭ বলে ৪০ রান করে গেলেন হার্দিক। বল হাতে রয়েছে ৩টি উইকেটও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ২১:৩৮
Share:

কঠিন সময়ে দাঁড়িয়ে ৩৭ বলে ৪০ রান করে গেলেন হার্দিক। ছবি: পিটিআই

পাকিস্তানকে হারিয়ে আবেগে ভাসলেন হার্দিক পাণ্ড্য। ভারতীয় অলরাউন্ডারের মনে শুধুই তাঁর বাবার কথা। হার্দিক জানালেন, কী ভাবে বাবার ত্যাগের কারণে ক্রিকেট খেলার স্বপ্ন সত্যি হয়েছে তাঁর।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নায়ক বিরাট কোহলি। তিনিই সব আলোচনার কেন্দ্রে। কিন্তু এর মাঝে কঠিন সময়ে দাঁড়িয়ে ৩৭ বলে ৪০ রান করে গেলেন হার্দিক। বল হাতে রয়েছে ৩টি উইকেটও। ভারতের বড় ভরসা অলরাউন্ডার হার্দিক। ম্যাচ শেষে তিনি বলেন, “আমি শুধু বাবার কথা ভাবছিলাম। কখনও বাবার জন্য কাঁদিনি। আমি আমার ছেলেকে ভালবাসি, কিন্তু জানি না ওর জন্য এমন কিছু করে যেতে পারব কি না, যেটা আমার জন্য বাবা করেছিল। শহর ছেড়ে দিয়েছিল বাবা শুধু সাড়ে ছ’বছরের একটা বাচ্চার স্বপ্ন সত্যি করবে বলে। তখন বাবা জানত না আজ আমি এখানে দাঁড়িয়ে থাকব। এই জয় বাবার জন্য।”

চোখে জল নিয়ে হার্দিক বলেন, “বাবার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমাকে যদি বাবা সুযোগটা না দিত, তা হলে এখানে দাঁড়াতে পারতাম না। অনেক আত্মত্যাগ করেছে বাবা। একাধিক শহর ঘুরেছে ছেলেদের জন্য। এটা বড় ব্যাপার।” একটা সময় পিঠের চোটে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন হার্দিক। এ বারের আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে ফিরে আসেন তিনি। দেখা যায় অলরাউন্ডার হার্দিককে। আইপিএলও জেতেন অধিনায়ক হিসাবে। ভারতীয় দলের নির্বাচকরাও দেরি করেননি হার্দিককে দলে ফিরিয়ে নিতে।

Advertisement

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারত ৪ উইকেটে হারিয়ে দিল পাকিস্তানকে। প্রথমে ব্যাট করে ১৫৯ রান তোলে পাকিস্তান। শেষ বলে এসে সেই রান তুলে ম্যাচ জিতল ভারত। বিরাট ছাড়াও রান পেয়েছেন হার্দিক। তিনি ৩৭ বলে ৪০ রান করেন। বল হাতে ৩ উইকেট নেন আরশদীপ সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement