T20 World Cup 2022

শিষ্যের খেলায় খুশি নন! কোহলিকে দেখে রোহিতকে শিখতে বললেন ছোটবেলার কোচ

রোহিত শর্মার খেলা দেখে খুশি নন তাঁর ছোটবেলার কোচ দীনেশ লাড। তাঁর মতে, খারাপ শট খেলে আউট হচ্ছেন রোহিত। পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ইনিংস দেখে রোহিতকে শিক্ষা নিতে বলছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ২০:২৩
Share:

পাকিস্তানের বিরুদ্ধে রান আসেনি রোহিতের ব্যাট থেকে। —ফাইল চিত্র

পাকিস্তানের বিরুদ্ধে যে ভাবে রোহিত শর্মা আউট হয়েছেন তাতে খুশি হতে পারছেন না তাঁর ছোটবেলার কোচ দীনেশ লাড। তাঁর মতে, রোহিত নিজের স্বাভাবিক খেলা খেলছেন না। অতিরিক্ত আক্রমণাত্মক খেলতে গিয়ে উইকেট দিয়ে আসছেন। পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির খেলা দেখে রোহিতকে শেখার পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে দীনেশ বলেছেন, “বেশ কয়েকটা ম্যাচ ধরে রোহিত খুব ঝুঁকি নিয়ে খেলছে। আমি জানি না, ও কেন এমনটা করছে। কিন্তু এটা করতে গিয়ে ও খুব ভুল করছে। অতিরিক্ত আক্রমণাত্মক খেলার কোনও দরকার নেই। রোহিতকে নিজের খেলা বদলাতে হবে।’’

উদাহরণ হিসাবে কোহলির ইনিংস তুলে ধরেছেন দীনেশ। কোহলি যে ভাবে শেষ পর্যন্ত টিকে থেকে ভারতকে জিতিয়েছেন সেটা রোহিতের শেখা উচিত বলে মনে করছেন তিনি। দীনেশ বলেছেন, ‘‘টি-টোয়েন্টিতে অনেকে নানা রকমের শট খেলার চেষ্টা করে, যেগুলো খেলতে গেলে ঝুঁকি বেশি থাকে। কোহলি কিন্তু সব ক্রিকেটীয় শট খেলেছে। গোটা ম্যাচে একটাও ঝুঁকি নেয়নি। তার পরেও ওরকম ইনিংস খেলেছে। এটাই রোহিতকে শিখতে হবে। কী ভাবে ঝুঁকি না নিয়ে শেষ পর্যন্ত থেকে দলকে জেতানো যায় তার চেষ্টা করতে হবে ওকে।’’

Advertisement

রোহিত কোথায় ভুল করছেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন তাঁর ছোটবেলার কোচ। দীনেশ বলেছেন, ‘‘রোহিত অনেক বেশি হাওয়ায় খেলার চেষ্টা করছে। আমি জানি, টি-টোয়েন্টিতে রানের গতি বাড়াতে মাঝেমধ্যে হাওয়ায় খেলতে হয়। কিন্তু সেটা করতে গিয়ে ভুল হচ্ছে। নিজের আগ্রাসনকে নিয়ন্ত্রণ করতে হবে। অন্তত ১৭-১৮ ওভার পর্যন্ত খেলে ৭০ থেকে ৮০ রান করার চেষ্টা ওকে করতে হবে। তা হলেই ভারতের হয়ে লম্বা ইনিংস খেলতে পারবে রোহিত।’’

রোহিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তাঁকে ফোন করেছিলেন। সেই শেষ বার শিষ্যের সঙ্গে কথা হয়েছিল গুরুর। তখন তিনি কী বলেছিলেন রোহিতকে? দীনেশ বলেছেন, ‘‘আমি ওকে বলেছিলাম উইকেটে টিকে থাকতে। ভারতের অধিনায়ক হিসাবে সামনে থেকে ওকে নেতৃত্ব দিতে হবে। কিন্তু ও বাজে শট খেলে উইকেট দিয়ে আসছে। তাই টিকে থাকতে পারছে না।’’

শিষ্যের সমালোচনা করলেও দীনেশ নিশ্চিত, রোহিত রানে ফিরবেন। তিনি বলেছেন, ‘‘আমি নিশ্চিত, রোহিত রানে ফিরবে। ওকে একটি ধৈর্য ধরতে হবে। ক্রিকেটার হিসাবে নিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল রোহিত। আশা করছি অধিনায়ক হিসাবেও রোহিত বিশ্বকাপ জিতবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement