T20 World Cup 2022

পাকিস্তান ম্যাচে ব্যাট করতে নামার সময় কার্তিককে অভিশাপ দিয়েছিলেন অশ্বিন! কেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপে অশ্বিনের ব্যাট থেকেই ভারতের জয়ের রান আসে। কিন্তু সেই ম্যাচে মাঠে সতীর্থ দীনেশ কার্তিককে অভিশাপ দিয়েছিলেন অশ্বিন। কেন কার্তিককে অভিশাপ দিয়েছিলেন অশ্বিন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ১৮:০২
Share:

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের রান এসেছে অশ্বিনের ব্যাট থেকেই। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের নায়ক বিরাট কোহলি হলেও শেষ বলে দলকে জিতিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু ব্যাট করতে নামার সময় সতীর্থ দীনেশ কার্তিককে অভিশাপ দিয়েছিলেন ভারতের স্পিনার। কেন? সেই রহস্য ফাঁস করলেন অশ্বিন নিজেই।

Advertisement

ভারতের যখন ২ বলে ২ রান দরকার, তখন স্টাম্প আউট হয়ে যান কার্তিক। ফলে ব্যাট করতে নামতে হয় অশ্বিনকে। তখন ১ বলে ২ রান দরকার ছিল দলের। পরিস্থিতি কঠিন ছিল। সেই কারণে নিজেকে আটকে রাখতে পারেননি অশ্বিন। ইউটিউবে একটি ভিডিয়োয় তিনি বলেছেন, ‘‘ব্যাট করতে নামার সময় আমি কার্তিককে অভিশাপ দিয়েছিলাম। পরে অবশ্য মনে হয়, এখনও সময় আছে। যে কারণে মাঠে নেমেছি সেটা করে দেখাই। দেখে মনে হচ্ছিল, পিচ পর্যন্ত যেতে কয়েক বছর সময় নিয়ে ফেলছি। পা চলছিল না।’’

ব্যাট করতে নামার পরে কোহলি তাঁকে কী বলেছিলেন, সে কথাও জানিয়েছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘‘কোহলি আমাকে অনেক কিছু বলছিল। কিন্তু ওকে দেখে আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে কোহলি আমাদের জয়ের কাছে নিয়ে এসেছে। তাই এখানে এসে আমি ওকে ডোবাতে পারব না। আমার জন্য ওর পরিশ্রম যাতে বৃথা না যায়। আমি শুধু ওর জন্যই জেতার চেষ্টা করছিলাম।’’

Advertisement

অশ্বিনকে করা নওয়াজের প্রথম বল লেগ স্টাম্পের বাইরে গেলে বল ছেড়ে দেন অশ্বিন। ফলে ওয়াইড হয়। ওই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার জন্য অশ্বিনের প্রশংসা করেছেন কোহলি। আর অশ্বিন কী ভাবছিলেন? ভারতীয় স্পিনার বলেছেন, ‘‘আমি জানতাম নওয়াজ আমার শরীর লক্ষ্য করে বল করবে। যখনই দেখলাম বলটা লেগ সাইডে যাচ্ছে, তখনই ঠিক করি আমি মারার চেষ্টা করব না। ওয়াইডে ১ রান পাই। ওই রানটা পাওয়ার পরে নিজেকে অনেক হাল্কা লাগছিল।’’

ম্যাচ জেতানোর জন্য অশ্বিনের প্রশংসা করেছেন কার্তিক। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে ভারতীয় দলের সিডনি উড়ে যাওয়ার ভিডিয়ো প্রকাশ করেছে বিসিসিআই। সেখানেই অশ্বিনকে কার্তিক বলেন, ‘‘পাকিস্তান ম্যাচে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তুমি ঠান্ডা মাথায় দলকে জিতিয়েছ।’’ কার্তিক জানেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত হারলে তার দায় তাঁকে নিতে হত। কিন্তু ম্যাচ জিতে যাওয়ায় আপাতত তিনি সমালোচনার বাইরে। সেটা অশ্বিনের জন্যই হয়েছে। তাই তাঁকে ধন্যবাদ জানিয়েছেন কার্তিক।

কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অশ্বিনের প্রশংসা করেছেন কোহলিও। তিনি বলেছেন, ‘‘কার্তিক আউট হওয়ার পরে আমি অশ্বিনকে বলেছিলাম, কভারের উপর দিয়ে মারতে। কিন্তু সেই সময় অশ্বিন আরও বুদ্ধি খাটাল। প্রথমে ও পিছনের দিকে সরে গেল। তার পরে পায়ের দিকে বল দেখে সরে এল। আম্পায়ার ওয়াইড দিল। সেই পরিস্থিতিতে আমাদের শুধু ফিল্ডারের থেকে দূরে বল মারতে হত। সেটাই অশ্বিন করল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement