T20 World Cup 2022

বিশ্বকাপে সব অঙ্ক বদলে দিল ইংল্যান্ড, শেষ চারে কি যেতে পারবে ফিঞ্চের অস্ট্রেলিয়া?

টি-টোয়েন্টি বিশ্বকাপে জমে উঠেছে গ্রুপ ১-এর লড়াই। বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এখনও রয়েছে চারটি দল। পয়েন্ট তালিকায় কে কোথায় দাঁড়িয়ে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২২ ১৭:১২
Share:

এখনও চার দলের সুযোগ রয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় জয় ইংল্যান্ডের। নিউজ়িল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকায় দু’নম্বরে উঠে এসেছেন জস বাটলারারা। ইংল্যান্ডের জয়ে চাপ আরও বেড়েছে অস্ট্রেলিয়ার উপর। নিজেদের দেশে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আগেই কি ছিটকে যাবেন অ্যারন ফিঞ্চরা? গ্রুপ ১-এ পয়েন্ট তালিকায় কোন দল কোথায় দাঁড়িয়ে?

Advertisement

ইংল্যান্ডের কাছে হারলেও পয়েন্ট তালিকার শীর্ষে নিউজ়িল্যান্ড। চার ম্যাচ খেলে কেন উইলিয়ামসনদের পয়েন্ট ৫। তাঁদের নেট রানরেট ২.২৩৩। নেট রানরেটে ইংল্যান্ডকে পিছনে ফেলেছে নিউজ়িল্যান্ড।

নিউজ়িল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকায় দু’নম্বরে ইংল্যান্ড। চার ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছেন তাঁরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের খেলা বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। বাটলারদের পয়েন্ট ৫। নেট রানরেটে অস্ট্রেলিয়ার উপরে তাঁরা। ইংল্যান্ডের নেট রানরেট ০.৫৪৭।

Advertisement

নিজের দেশে আয়োজিত বিশ্বকাপে চার ম্যাচের পরে খুব একটা ভাল জায়গায় নেই অস্ট্রেলিয়া। তিন নম্বরে রয়েছেন ফিঞ্চরা। নিউজ়িল্যান্ডের কাছে হার ও ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় অস্ট্রেলিয়ার পয়েন্ট ৫। নেট রানরেটে পিছিয়ে তারা। ফিঞ্চদের নেট রানরেট -০.৩০৪।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আফগানিস্তানকে হারিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছিল শ্রীলঙ্কা। কিন্তু ইংল্যান্ড জেতায় তারা নেমে গিয়েছে চার নম্বরে। চার ম্যাচ খেলে শ্রীলঙ্কার পয়েন্ট ৪। তাদের নেট রানরেট ০.৪৫৭।

গ্রুপ ১-এ পাঁচ নম্বরে আয়ারল্যান্ড। চার ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩। নেট রানরেট -১.৫৪৪। গ্রুপের শেষে রয়েছে আফগানিস্তান। চার ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেননি মহম্মদ নবিরা। কিন্তু তাঁদের দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ২ পয়েন্ট তাঁদের। নেট রানরেট -০.৭১৮।

অর্থাৎ, এই গ্রুপ থেকে শেষ চারে যাওয়ার দৌড়ে এখনও রয়েছে চারটি দল। গ্রুপের শেষ খেলায় ইংল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি। অন্য দিকে অস্ট্রেলিয়া খেলতে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। নিউজ়িল্যান্ড নামবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এই তিনটি খেলাতেই পরিষ্কার হয়ে যাবে কোন দু’টি দল যাবে শেষ চারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement