ভাল বল করলেন নেদারল্যান্ডসের বোলাররা। ছবি: টুইটার
গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফস্কালেন সংযুক্ত আরব আমিরশাহির অধিনায়ক সিপি রিজওয়ান। সেই একটা ভুল দলকে হারাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নেদারল্যান্ডসের কাছে ৩ উইকেটে হারল আমিরশাহি। শেষ ওভারে হল ম্যাচের ফয়সালা।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি সংযুক্ত আরব আমিরশাহির। পাওয়ার প্লে-তে ৬ রানের গতিতে রান ওঠে। তার মধ্যেই চিরাগ সুরির উইকেট হারায় তারা। দলের অপর ওপেনার মুহম্মদ ওয়াসিম ভাল খেলছিলেন। কিন্তু তাঁকে বাকিরা সঙ্গ দিতে পারেননি। ওয়াসিম ৪১ রান করে আউট হলে আর কেউ রান করতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান করে আমিরশাহি।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই বিক্রমজিৎ সিংহকে আউট করেন বাসিল হামিদ। ম্যাক্স ওডোয়েড, বাস ডি লিড ও কলিন অ্যাকারম্যান শুরুটা করলেও কেউ বেশি রান করতে পারেননি। নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছিল। দেখে মনে হচ্ছিল, ১১২ রান করতে পারবে না নেদারল্যান্ডস।
১৪তম ওভারে নেদারল্যান্ডসকে জোড়া থাক্কা দেন জুনেদ সিদ্দিকি। টম কুপার ও ভ্যান ডার মারউয়িকে আউট করেন তিনি। তৃতীয় উইকেট পেতে পারতেন তিনি। টম প্রিঙ্গলের ক্যাচ ফস্কান অধিনায়ক। ওই একটা ভুল আমিরশাহির হারের কারণ হয়ে দাঁড়ায়। প্রিঙ্গল গুরুত্বপূর্ণ ১৫ রান করেন।
শেষ ওভারে জেতার জন্য ৬ রান দরকার ছিল নেদারল্যান্ডসের। হাতে ছিল ৩ উইকেট। এক বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় নেদারল্যান্ডস।