T20 World Cup 2022

শেষ ওভারে বাজিমাত! অথচ রোহিতদের দলের ১৫ জনের মধ্যে শামির নাম ছিল ১৩ নম্বরে

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি খেলার কথা ছিল না মহম্মদ শামির! অন্তত রোহিতদের টিমলিস্ট সে কথাই বলছে। দলের ১৫ জন ক্রিকেটারের মধ্যে শামির নাম ছিল ১৩ নম্বরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ২০:৪৮
Share:

ভারতীয় জার্সিতে ফিরেই দাপট দেখিয়েছেন শামি। —ফাইল চিত্র

শেষ ওভারে বল হাতে চমক দিয়েছেন তিনি। চার উইকেট তুলে অস্ট্রেলিয়াকে একা হাতে হারিয়েছেন মহম্মদ শামি। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তাঁর কি নামার কথাই ছিল না! অন্তত রোহিত শর্মাদের টিম লিস্ট সে কথাই বলছে। দলের ১৫ জন ক্রিকেটারের মধ্যে শামির নাম ছিল ১৩ নম্বরে।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসের পরে আলাদা করে প্রথম একাদশ জানাননি রোহিত। অর্থাৎ, ১১ জনের বেশি ক্রিকেটারকে খেলিয়ে দেখে নিতে চেয়েছিল ভারত। রোহিতদের প্রস্তুতি ম্যাচের টিম লিস্টে দেখা যাচ্ছে, ১৫ জন ক্রিকেটারকে নম্বর দিয়ে বোঝানো হয়েছে। যেমন, ১ নম্বরে রয়েছেন রোহিত। ২ নম্বরে লোকেশ রাহুল। ৩ নম্বরে বিরাট কোহলি। ঠিক সে ভাবেই শামির নামের পাশে লেখা ১৩। অর্থাৎ তাঁকে খেলানোর পরিকল্পনা হয়তো ছিল না দলের। কিন্তু শেষ ওভারে হঠাৎই তাঁর হাতে বল তুলে দেন রোহিত।

ভারতের টিমলিস্ট ছবি: টুইটার

শেষ ওভারে শামিকে বল করতে পাঠিয়ে তাঁকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিতে চেয়েছিলেন রোহিত। ম্যাচের পরে সেটা নিজেই জানিয়েছেন তিনি। রোহিত বলেছেন, ‘‘সত্যি বলতে, শামি অনেক দিন পর ক্রিকেটে ফিরেছে। তাই ওকে একটা ওভারই দিতে চেয়েছিলাম। নতুন বলে ও কতটা ভয়ঙ্কর সেটা আমরা সবাই জানি। কিন্তু এই ম্যাচে ওকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিতে চেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম, শামি ডেথ ওভারে কেমন বল করে? ফলাফল কী, সেটা তো সবাই চোখের সামনেই দেখতে পাচ্ছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement