টি-টোয়েন্টি বিশ্বকাপে মইনের অন্যতম ভরসা স্টোকস। ফাইল ছবি।
বেন স্টোকসের ছন্দ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক কি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম একাদশে জায়গা পাবেন? সতীর্থের পাশে দাঁড়ালেন মইন আলি। তাঁর আশা বিশ্বকাপের সময় সেরা ছন্দেই পাওয়া যাবে ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডারকে।
টি-টোয়েন্টি ক্রিকেটে চেনা মেজাজে দেখা যাচ্ছে না স্টোকসকে। ব্যাট হাতে সাফল্য পাচ্ছেন না। প্রথম দু’ম্যাচে করেছেন ১৬ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে তাঁর ছন্দ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। জস বাটলারদের প্রথম একাদশে কি জায়গা পাবেন তিনি? মইনের দাবি, স্টোকসের অভিজ্ঞতা দলের সম্পদ। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পাবেন তিনি।
মইন বলেছেন, ‘‘বড় ম্যাচ যখন আসবে, তখন স্টোকসই ঠিক রান পাবে। আমরা দলের প্রধান খেলোয়াড়দের থেকে তো এটাই চাই। রান না পেলেও স্টোকস দলের জন্য অনেক কিছুই করতে পারে। দলের বোলিং আক্রমণ শুরু করতে পারে। বল হাতে বেশ ভাল ছন্দেও রয়েছে। স্টোকস দুর্দান্ত ফিল্ডারও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ কিছু রান বাঁচিয়েছে।’’ উল্লেখ্য, অ্যারন ফিঞ্চদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের বোলিং আক্রমণ শুরু করেন স্টোকস। ২ ওভার বল করে ১০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
পাকিস্তান সফরে চোটের জন্য খেলতে পারেননি ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক বাটলার। নেতৃত্ব দেন মইন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশ্য বাটলারই আবার নেতৃত্ব দিচ্ছেন। তা নিয়ে বলেছেন, ‘‘কঠিন ম্যাচেও বাটলার দারুণ নেতৃত্ব দিচ্ছে। প্রথম দু’টো ম্যাচেই ওর নেতৃত্বে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি। অধিনায়ক হিসাবে বাটলার খুবই খোলা মনের। একটু অন্য রকম ভাবতে পারে। যেটা নেতৃত্বের একটা দারুণ বিষয়।’’