ছবি: টুইটার
জ়িম্বাবোয়েকে গ্রুপের শেষ ম্যাচে ৭১ রানে হারিয়ে দিল ভারত।
আরও একটি উইকেট তুলে নিলেন অশ্বিন। অভিজ্ঞ স্পিনারের বলে ক্যাচ তুলে দিলেন ওয়েলিংটন মাসাকাদজা।
রিয়ান বার্ল এবং সিকান্দর রাজা ৬০ রানের জুটি গড়েন। সেই জুটিই ভেঙে দিলেন অশ্বিন। বোল্ড হয়ে গেলেন বার্ল। ২২ বলে ৩৫ রান করে বোল্ড হলেন তিনি।
হার্দিক একটি উইকেট নিলেন। নিজের বলে নিজেই ক্যাচ নিলেন ভারতীয় অলরাউন্ডার। শামি পেয়ে গেলেন তাঁর দ্বিতীয় উইকেট। ৮ ওভার শেষে স্কোর ৩৯/৫।
এ বার উইকেট নিলেন মহম্মদ শামি। শন উইলিয়ামস ফিরে গেলেন সাজঘরে।
ভারতের বাঁহাতি পেসারের বলে বোল্ড রেগিস চাকাভা। ছিটকে গেল তাঁর অফ স্টাম্প। বাঁহাতের সুইংয়ে নাজেহাল করছেন ব্যাটারদের। ২ ওভার শেষে ৩ রানে ২ উইকেট হারাল জ়িম্বাবোয়ে।
ভুবনেশ্বর কুমার প্রথম বলেই তুলে নিলেন ওয়েসলি মেধেভেরে। দুরন্ত ক্যাচ নিলেন বিরাট কোহলি।
রাহুলের অর্ধশতরানের পর ঝড় তোলেন সূর্য। ২৫ বলে ৬১ রান করেন তিনি। মেলবোর্নের বিশাল মাঠেও অনায়াসে ছক্কা হাঁকালেন টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষে থাকা ব্যাটার।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
পন্থের উইকেটের পিছনে বড় ভূমিকা নিলেন রিয়ান বার্ল। বাউন্ডারিতে প্রায় উড়ে গিয়ে ক্যাচ নিলেন তিনি। এ বারের বিশ্বকাপের সেরা ক্যাচগুলির অন্যতম বলে মনে করা হচ্ছে।
মাত্র ৩ রান করে ফিরলেন পন্থ। কার্তিকের পরিবর্তে তাঁকে দলে নিয়েছিল ভারত। কিন্তু তিনি রান করতে পারলেন না।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
২৬ রান করে সাজঘরে ফেরেন বিরাট। অর্ধশতরান করেই আউট রাহুল। তিনি ৩৫ বলে ৫১ রান করেন। আগের ম্যাচেও অর্ধশতরান করার পরেই আউট হয়েছিলেন রাহুল।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
জ়িম্বাবোয়ের বোলারদের বিরুদ্ধে ছন্দে রয়েছেন রাহুল এবং বিরাট। কখনও স্টেপ আউট করে ছক্কা হাঁকাচ্ছেন, কখনও মারছেন কভার ড্রাইভ। ৮ ওভার শেষে ৬৮ রান তুলে ফেলল ভারত।
রোহিতকে হারালেও ভারতের রানের গতি কমতে দেননি বিরাট। ইতিমধ্যেই ১০ রান করে ফেলেছেন তিনি। রাহুল ক্রিজে রয়েছেন ২০ রান করে।
পুল মারতে গিয়ে আউট রোহিত। চোখজুড়ানো কভার ড্রাইভ মেরে সমর্থকদের মনে আশা জাগিয়েছিলেন ভারত অধিনায়ক। কিন্তু বেশি ক্ষণ ক্রিজে থাকতে পারলেন না তিনি। ১৩ বলে ১৫ রান করে ফিরলেন সাজঘরে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
কোনও উইকেট না হারালেও ২ ওভারে মাত্র ৬ রান তুললেন রোহিতরা।
লোকেশ রাহুলের বিরুদ্ধে কোনও রান দিলেন না বাঁহাতি পেসার রিচার্ড গারাভা। প্রথম ওভার মেডেন।
দীনেশ কার্তিকের জায়গায় দলে এলেন ঋষভ পন্থ।
গ্রাফিক: শৌভিক দেবনাথ