Rohit Sharma

বিশ্বকাপের সেমিফাইনালে উঠেই চিন্তা রোহিতের, কী ভাবাচ্ছে ভারত অধিনায়ককে

জ়িম্বাবোয়েকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। কিন্তু সেমিফাইনালে খেলতে নামার আগে চিন্তায় পড়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২২ ১৮:২১
Share:

বিশ্বকাপে ধাপে ধাপে এগোতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা। —ফাইল চিত্র

গ্রুপ শীর্ষে থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। কিন্তু তার পরেও চিন্তা যাচ্ছে না ভারত অধিনায়ক রোহিত শর্মার। সেমিফাইনালে নামার আগেই অন্য চিন্তায় রোহিত।

Advertisement

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে জেতার পরে নিশ্চিত হয়ে যায় যে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। খেলা হবে অ্যাডিলেডে। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাডিলেডে খেলেছে ভারত। কোনও রকমে সেই ম্যাচ জিতেছেন রোহিতরা। সেটা জানেন তিনি। ম্যাচ শেষে তাই রোহিত বলেছেন, ‘‘সব থেকে গুরুত্বপূর্ণ হল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। আমাদের দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা ওখানে আগেও একটা ম্যাচ খেলেছি। কিন্তু তার পরেও নিশ্চিন্ত হলে হবে না। ইংল্যান্ড খুব কঠিন প্রতিপক্ষ। আশা করছি ওদের বিরুদ্ধে কঠিন লড়াই হবে।’’

অ্যাডিলেডে খেলতে নামার আগে কয়েকটি দিকে তাদের নজর রাখতে হবে বলে জানিয়েছেন রোহিত। তাঁর কথায়, ‘‘আমাদের লাইন-লেংথের দিকে নজর দিতে হবে। কারণ, অ্যাডিলেডে দুই পাশের বাউন্ডারি একটু ছোট। সামনে, পিছনে লম্বা। সে দিকে আমাদের নজর রাখতে হবে। মাঠের সুবিধা নিতে হবে আমাদের।’’

Advertisement

এখনই ফাইনালের দিকে তাকাতে নারাজ রোহিত। তিনি ধাপে ধাপে এগোতে চান। প্রথম ধাপ হিসাবে সেমিফাইনালে উঠেছেন তাঁরা। এ বার লক্ষ্য সেমিফাইনালে জেতা। তার পরে ফাইনালের কথা ভাববেন ভারত অধিনায়ক।

দলের খেলায় খুশি হলেও বিশেষ এক জনের কথা না বলে পারছেন না রোহিত। তিনি সূর্যকুমার যাদব। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ২৫ বলে অপরাজিত ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সূর্য। তাঁর প্রশংসা করে রোহিত বলেছেন, ‘‘সূর্য যে ভাবে খেলছে তা এক কথায় অসাধারণ। খেলতে নেমে শুরু থেকেই একই রকম ছন্দে খেলা খুব কঠিন। ওর জন্য অন্য ক্রিকেটারদের চাপ অনেকটা কমে যায়। সূর্য যখন ব্যাট করে তখন ডাগআউটও খুব নিশ্চিন্ত থাকে। আমরা চাই পরের ম্যাচগুলোতেও সূর্য একই ভাবে ব্যাট করুক। দিন দিন সূর্য আরও ভাল খেলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement