রবিবার মেঘলা থাকবে মেলবোর্নের আকাশ। ফাইল ছবি
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে উৎকণ্ঠা। প্রশ্ন একটাই, মেলবোর্নে রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কি হবে? নাকি গোটা ম্যাচই ধুয়ে যাবে বৃষ্টিতে? দু’দল জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু রক্তচক্ষু দেখাচ্ছে আবহাওয়া দফতর। তাই সবারই একটাই প্রশ্ন, বৃষ্টি কি হবে?
রবিবার যে বৃষ্টির সম্ভাবনা যে রয়েছে, তা আগেই জানা গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, অবস্থার উন্নতি এখনও হয়নি। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বিকেলের থেকে ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে বইবে ঝোড়ো হাওয়া। ভারত-পাকিস্তান ম্যাচ শুরু স্থানীয় সময় সন্ধে ৭টা থেকে। ফলে ওই সময়েই বৃষ্টি নামবে বলে আগে থাকতে পূর্বাভাস করে দিয়েছে আবহাওয়া দফতর।
শেষের দিকে একটা সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি সন্ধের পরে থেমে যায়, তা হলে কয়েক ওভারের ম্যাচ হতেই পারে। সে ক্ষেত্রে স্টেডিয়াম ভর্তি করে আসা দর্শক কিছুটা হলেও ম্যাচ দেখতে পারবেন। মেলবোর্নের জল নিষ্কাশন ব্যবস্থা বেশ ভাল। ফলে বৃষ্টি থেমে গেলে দ্রুত ম্যাচ শুরু হতে সমস্যা নেই।