ম্যাচ দেখা সম্ভব নয় কেন ফাইল ছবি
মাত্র পাঁচ ঘণ্টা। তার মধ্যে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে হতে চলা ভারত বনাম পাকিস্তান ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেল। আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে এই রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে।
প্রসঙ্গত, এমসিজি-তে প্রায় এক লক্ষ সমর্থক খেলা দেখতে পারেন। বিশ্বের অন্যতম বড় ক্রিকেট স্টেডিয়াম এটি। বাণিজ্যিক কারণ এবং জনপ্রিয়তার জন্যে এই মাঠেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ম্যাচ রেখেছে আইসিসি। তাদের সিদ্ধান্ত যে ঠিক, সেটা প্রমাণিত টিকিট কেনার হুড়োহুড়িতে।
সোমবার সকাল সাড়ে ছ’টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। এগারোটার কিছুক্ষণ পরেই সব শেষ। ৬০ হাজার টিকিট ছাড়া হয়েছিল সাধারণ মানুষের জন্য। সব বিক্রি হয়ে গিয়েছে। তবে ইচ্ছুকরা ‘উইশলিস্ট’-এ নিজেদের নাম নথিভুক্ত করে রাখতে পারেন, যাতে কেউ টিকিট বাতিল করলে তাঁরা পেতে পারেন।
গত বছর দুবাইয়ে প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। সে বার বিরাট কোহলীদের চূর্ণ করে দশ উইকেটে জেতেন বাবর আজমরা। আইসিসি প্রতিযোগিতায় সেটাই ভারতের বিরুদ্ধে তাদের প্রথম জয়। এ বার ভারতের প্রতিশোধের পালা।