অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার জন্য হার্দিক মুখিয়ে ছিলেন। —ফাইল চিত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজের আরও উন্নতি চাইছেন হার্দিক পাণ্ড্য। এ বারের বিশ্বকাপে অলরাউন্ডার হার্দিক ভারতের বড় ভরসা। কিন্তু তিনি শুধু ব্যাটিং এবং বোলিং নয়, ফিল্ডিংয়েও সেরা হয়ে উঠতে চাইছেন। ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে পরামর্শও শুরু করে দিয়েছেন হার্দিক।
চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন হার্দিক। ভারতের হয়ে একটা সময় শুধু ব্যাটার হিসাবে খেলতে দেখে গিয়েছিল তাঁকে। এ বারের আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন তিনি। আইপিএল ট্রফিও জেতেন। সেখানেই দেখা যায় ব্যাটিং, বোলিংয়ে ছন্দ ফিরে পেয়েছেন হার্দিক। ভারতীয় দলেও প্রত্যাবর্তন হয় তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে হার্দিক বলেন, “ঈশ্বর সহায় আছেন। ফিটনেস বেড়েছে। তাই ফিল্ডিংয়ে উন্নতি হয়েছে। ফিল্ডিং কোচের সঙ্গে বেশি সময় কাটাচ্ছি। কঠিন ক্যাচ ধরার চেষ্টা করছি। এই বছর আমি জীবনের সেরা ক্যাচটা ধরতে চাই।”
অস্ট্রেলিয়ায় খেলতে আসার জন্য হার্দিক মুখিয়ে ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট সময় পাওয়া গিয়েছে বলেই মনে করছেন ভারতীয় অলরাউন্ডার। হার্দিক বলেন, “অস্ট্রেলিয়ায় আসার জন্য আমি খুব উত্তেজিত ছিলাম। তৈরি হওয়ার জন্য অনেক সময় পেয়েছি। বিশ্বকাপ শুরুর ১৭ দিন আগে আমরা চলে এসেছি। এর থেকে ভাল আর কী হতে পারে। খুব ভাল আবহাওয়া রয়েছে এখানে।”
সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলেন হার্দিক। সেই ম্যাচে যদিও মাত্র ২ রান করেন তিনি। কোনও উইকেট পাননি। হার্দিক বলেন, “আমাদের দল সন্তুষ্ট। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান পেয়েছিলাম। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। তা হলেই রান আসবে।”