বৃষ্টি থেকে মাঠ বাঁচানোর চেষ্টা মেলবোর্নের মাঠকর্মীদের। ছবি: আইসিসি।
প্রায় প্রতি দিনই বৃষ্টি হচ্ছে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে। শুক্রবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের আগে পর্যন্ত তিনটি ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আসরে বৃষ্টির দাপট বিরক্তি বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের। সুযোগ বুঝে আয়োজক অস্ট্রেলিয়াকে কটাক্ষ করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।
বৃষ্টিতে বাতিল হচ্ছে একের পর এক ম্যাচ। ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেটপ্রেমীরাও। অস্ট্রেলিয়ার আবহাওয়াই যেন উত্তাপ কমিয়ে দিচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। সুযোগ বুঝে পরিকাঠামো নিয়ে আয়োজকদের কটাক্ষ করতে ছাড়লেন না ভন। সমাজমাধ্যমে নিজের অ্যাকাউন্টে ভন লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় এখন বর্ষাকাল। মেলবোর্নের স্টেডিয়ামে ছাদ নেই! সেটা ব্যবহার করাই কি বুদ্ধিমানের কাজ হত না?’
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বিশ্বের অন্যতম বড় স্টেডিয়াম। এই স্টেডিয়ামের মাঠ ছাদ দিয়ে ঢাকার ব্যবস্থা নেই। বিশ্বের অনেক স্টেডিয়ামেই এখন ছাদ টেনে মাঠ ঢেকে দেওয়ার আধুনিক ব্যবস্থা রয়েছে। বৃষ্টি হলেও সেই স্টেডিয়ামগুলিতে নির্বিঘ্নে ম্যাচ আয়োজন করা যায়। মেলবোর্নের মতো স্টেডিয়ামে সেই পরিকাঠামো না থাকায় প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। অস্ট্রেলিয়া কেন বর্ষাকালে বিশ্বকাপের মতো প্রতিযোগিতা আয়োজন করছে, তা নিয়েও ঘুরিয়ে প্রশ্ন তুলেছেন ভন।
পরের পর ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আকর্ষণ হারাচ্ছে বলে মনে করছেন অনেকে। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে যেমন প্রায় নিশ্চিত জয় মাঠে ফেলে আসতে হয়েছে। এ ছাড়া ক্রিকেটারদের থাকা, খাওয়ার ব্যবস্থা নিয়েও অভিযোগ উঠতে শুরু করেছে। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়ার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।