ক্ষিপ্ত বেন স্টোকস। ফাইল ছবি
ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে ছিটকে গিয়েছেন রিসি টপলি। বাউন্ডারির সীমানা বোঝাতে দড়ির উপর যে ‘কুশন’ রাখা থাকে, সেখানে হোঁচট খেয়ে গোড়ালি ঘুরে যায় তাঁর। সেই ঘটনা নিয়ে আয়োজকদের একহাত নিলেন বেন স্টোকস। ইংরেজ অলরাউন্ডার সাফ জানালেন, বাউন্ডারির কুশনের উচ্চতা নিয়ে এ বার ভাবার সময় এসেছে আয়োজকদের।
বাউন্ডারির ধারে ইলেকট্রনিক বিজ্ঞাপনের বোর্ড থেকে প্রচুর অর্থ আয় করে থাকে আইসিসি। একই ভাবে বাউন্ডারির ধারে কুশনেও বিজ্ঞাপন দেয় তারা। সেটি ২০ সেমি উঁচু এবং ২০ সেমি চওড়া। বিজ্ঞাপনদাতাদের কাছে আকর্ষণীয় করে তুলতেই উচ্চতা বাড়ানো হয়েছে। সেটাই বিশ্বকাপ থেকে ছিটকে দিল এক ক্রিকেটারকে।
স্টোকস সেই প্রসঙ্গে বলেছেন, “খুবই বোকার মতো সিদ্ধান্ত। এটার দিকে অবশ্যই আইসিসির তাকানো উচিত। দুর্ভাগ্য যে আমাদের দলের এক ক্রিকেটারকে ছিটকে যেতে হল। প্রত্যেকে ভাল খেলার জন্য এখানে এসেছে। এ ধরনের ঘটনায় এক জন ক্রিকেটারের ছিটকে যাওয়া কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। ক্রিকেটারদের নিরাপত্তার বিষয় সবার আগে ভেবে দেখা উচিত।”
স্টোকস আরও বলেছেন, “প্রথম একাদশে ওর নামটাই বোধ হয় সবার আগে লেখা হত। আমরা ক্ষুব্ধ ওর মতো এক জন ক্রিকেটারকে হারিয়ে।” যদিও দলের অধিনায়ক জস বাটলার সেটা নিয়ে ভাবছেন না। এক দিন আগেই তিনি বলেছেন, “সত্যি বলতে, এটা নিছকই দুর্ঘটনা। বড় করে দেখতে চাই না। আগে তো বাউন্ডারির ধারে কোনও দড়িই ছিল না। ক্রিকেটাররা ফিল্ডিং করতে গিয়ে সরাসরি বোর্ডে ধাক্কা খেত।”