T20 World Cup 2022

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান অধিনায়কের শরণাপন্ন বাংলাদেশের ব্যাটার

লিটনকে দেখা গেল বাবর আজ়ম এবং মহম্মদ রিজ়ওয়ানের থেকে পরামর্শ নিতে। খারাপ খেললে কী ভাবে মানসিক ভাবে চাঙ্গা থাকবেন, সেই বিষয়ে উপদেশ নিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ১৮:০২
Share:

লিটন দাস। —ফাইল চিত্র

গত এক বছরের বাংলাদেশের হয়ে ধারাবাহিক ভাবে রান করছেন লিটন দাস। মিডল অর্ডারে দলের বড় ভরসা তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। সেই লিটনকে দেখা গেল বাবর আজ়ম এবং মহম্মদ রিজ়ওয়ানের থেকে পরামর্শ নিতে। খারাপ খেললে কী ভাবে মানসিক ভাবে চাঙ্গা থাকবেন, সেই বিষয়ে উপদেশ নিলেন তিনি।

Advertisement

নিউজ়িল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ় খেলল বাংলাদেশ এবং পাকিস্তান। সেই সিরিজ়ে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। বৃহস্পতিবারের ম্যাচ শেষে বাবরদের সঙ্গে কথা বলেন লিটন। সেই ভিডিয়ো পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে দেখা যায় বাবর পরামর্শ দিচ্ছেন লিটনকে। পরে রিজ়ওয়ানের কাছে খারাপ সময় কাটানোর উপায় জানতে চান বাংলাদেশের ব্যাটার।

বাবর বলেন, “কে কী বলছে শুনো না। অনেকে অনেক কথা বলবে। সে সব শুনলে খেলতে পারবে না।” রিজ়ওয়ান বলেন, “পরিশ্রমের কোনও বিকল্প হয় না। সাফল্য পেতে গেলে পরিশ্রম করতেই হবে। রান করলে মানুষ মাথায় করে রাখবে। কিন্তু সেটা না হলে তারাই কথা শোনাবে।” লিটন জানতে চান, “ভাল খেললে মানসিকতা ইতিবাচক থাকে। কিন্তু যখন খারাপ সময় যাচ্ছে, তখন কী করব?” উত্তরে রিজ়ওয়ান বলেন, “জীবনে এমন ১০টা ইনিংস আসবে যখন কিছু করতে পারব না। আবার এমন ইনিংসও আসবে যখন ১২ বলে ২০ করতে হলেও করে নেব। বড় ক্রিকেটার সে-ই হতে পারবে যে মাথা ঠান্ডা রাখতে পারবে।”

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের ব্যাটারদের এই পরামর্শ লিটন কতটা কাজে লাগাতে পারবেন তা সময় বলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement