T20 World Cup 2022

বাংলাদেশ: এশিয়া কাপের পর ত্রিদেশীয় সিরিজ়েও হার, বিশ্বকাপে কি শাকিবরা ঘুরে দাঁড়াতে পারবেন?

দল হিসাবে বার বার ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ব্যর্থতা কাটিয়ে ফেলতে পারলে শাকিব আল হাসানরা চমকে দিতেই পারেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ১৬:৫৬
Share:

চমকে দিতেই পারে বাংলাদেশ। —ফাইল চিত্র

বাংলাদেশের গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং ভারত। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কখনও টি-টোয়েন্টি ম্যাচ জেতেননি শাকিব আল হাসানরা। পাকিস্তানের বিরুদ্ধে তাঁরা জিতেছেন মাত্র দু’বার। ভারতের বিরুদ্ধে মাত্র এক বার। এমন একটা গ্রুপ থেকে জিতে সেমিফাইনালে জায়গা করে নেওয়া যে সহজ নয়, তা ভালই জানেন শাকিবরা।

Advertisement

দলে মাহমুদুল্লাহ, মুশফিকুর রহমানের মতো ক্রিকেটাররা নেই। শাকিবই দলের বড় ভরসা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে আসার আগে ওপেনিংয়ে কারা খেলবেন তা ঠিকই করে উঠতে পারেনি বাংলাদেশ। বিভিন্ন ক্রিকেটারকে খেলিয়ে দেখা হয়েছে। অস্ট্রেলিয়ার পিচে গতি সামলানো বাংলাদেশ ব্যাটারদের কাছে বড় পরীক্ষা। সেই কারণে সৌম্য সরকারকে দলে আনা হয়েছে। এখন দেখার তিনি দলের ব্যাটিংয়ের হাল ফেরাতে পারেন কি না। সঙ্গে থাকবেন লিটন দাস। ব্যাট হাতে শাকিবের দিকেও তাকিয়ে থাকবে দল। অলরাউন্ডার হিসাবে টি-টোয়েন্টিতে তিনিই যে বিশ্বের এক নম্বর।

বাংলাদেশের দল। গ্রাফিক: শৌভিক দেবনাথ

কবে, কখন খেলা বাংলাদেশের। গ্রাফিক: শৌভিক দেবনাথ

বাংলাদেশ দলে প্রতিভা রয়েছে। সে কথা বলেছেন তাদের ভারতীয় টি-টোয়েন্টি উপদেষ্টা শ্রীধরন শ্রীরামও। কিন্তু দল হিসাবে বার বার ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ব্যর্থতা কাটিয়ে ফেলতে পারলে বাংলাদেশ চমকে দিতেই পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement