Jimmy Neesham

T20 World Cup 2021: গোটা বিশ্ব চক্কর কেটে শুধু সেমিফাইনাল জিততে আসিনি, ফাইনালের আগে প্রত্যয়ী নিশাম

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল দলকে জেতার পিছনে মুখ্য ভূমিকা নিলেও ম্যাচ শেষে তাঁর নীরব হয়ে চেয়ারে বসে থাকা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ১৮:৫৬
Share:

জিমি নিশাম। ফাইল ছবি

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল দলকে জেতার পিছনে মুখ্য ভূমিকা নিলেও ম্যাচ শেষে তাঁর নীরব হয়ে চেয়ারে বসে থাকা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। জেমস নিশাম পরে বলেছিলেন, কাজ পুরো শেষ হয়নি বলেই তিনি উচ্ছ্বাসে মাততে চাননি।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের আগের দিন সেই ঘটনা নিয়ে আরও এক বার মুখ খুললেন নিশাম। বলেছেন, “ওই পরিস্থিতিতে উচ্ছ্বাস করাটাই বোধহয় স্বাভাবিক ছিল। কিন্তু গোটা বিশ্বে এক চক্কর কেটে এখানে তো শুধু সেমিফাইনাল জিততে আসিনি। গত কয়েকদিন ধরেই আমরা সবাই ওই ম্যাচটার পিছনে আলাদা করে নজর দিয়েছিলাম। আর একটা ম্যাচ বাকি। তাহলে আশা করি সবাই উচ্ছ্বাসের বিস্ফোরণ দেখতে পাবেন।”

আইসিসি প্রতিযোগিতায় অন্যতম ধারাবাহিক দল নিউজিল্যান্ড। নিশাম মনে করেন, সুচারু পরিকল্পনাই তাঁদের সাফল্যের অন্যতম বড় কারণ। বলেছেন, “আমরা এ ব্যাপারে অভিজ্ঞ। গত পাঁচ-ছ’বছর ধরে ধারাবাহিক ভাবে বিভিন্ন প্রতিযোগিতায় খেলে চলেছি। কী ভাবে একটা বোতাম টিপে নিজেদের অতীত সাফল্যের কথা ভুলে যেতে হয়, সেটা আমাদের থেকে ভাল কেউ জানে না। কী ভাবে ম্যাচের জন্য প্রস্তুতি নেব তার অনেক পরিকল্পনা করি আমরা। পরের দু’দিন সেই পরিকল্পনার বাস্তবায়ন করার চেষ্টা করা হয়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement