ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে ক্রিকেটে দুধের শিশু স্কটল্যান্ডও। ফাইল চিত্র।
ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে ক্রিকেটে দুধের শিশু স্কটল্যান্ডও। একেবারে বিরাট কোহলীকে বেছে নিয়েছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে ভারত অধিনায়ককে সতর্ক করে দিলেন স্কটল্যান্ডের স্পিনার মার্ক ওয়াট। জানালেন, কোহলীর বিরুদ্ধে বেশ কিছু পরিকল্পনা রয়েছে তাঁর। তাই তাঁকে খেলা সহজ হবে না ভারত অধিনায়কের পক্ষে।
বিশ্বকাপের মূল পর্বে খেলার আগে যোগ্যতা অর্জন পর্বে তিনটি ম্যাচেই জিতেছে স্কটল্যান্ড। সেই জয়ে বল হাতে ভাল পারফর্ম করেছেন ওয়াট। এক দিকে যেমন রান কম দিয়েছেন, অন্য দিকে বেশ কয়েকটি উইকেটও পেয়েছেন। মূল পর্বে যোগ্যতা অর্জনের পরে আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে ওয়াট বলেন, ‘‘বিরাটের জন্য আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে। সেগুলি কী, আমি এখন বলব না। কিন্তু আমার মনে হয় বিরাটের চিন্তার যথেষ্ট কারণ রয়েছে।’’
শুধু কোহলী নন, কেন উইলিয়ামসন, বাবর আজমের মতো প্রথম সারির ক্রিকেটারদের বিরুদ্ধে ভাল করতে চান ওয়াট। তিনি বলেন, ‘‘বড় তারকাদের বিরুদ্ধে ভাল খেলার জন্য সবাই মুখিয়ে থাকেন। কারণ সেরার বিরুদ্ধেই সেরাটা বেরিয়ে আসে। আপনি নিজেকেই চ্যালেঞ্জ করেন। আমাদের দলেও সবাই নিজের সেরাটা দেওয়ার জন্য তৈরি। যোগ্যতা অর্জন পর্বে আমরা সেটা দেখিয়েছি।’’
বিশ্বকাপের গ্রুপ বি-তে ভারত, স্কটল্যান্ড ছাড়াও রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও নামিবিয়া। ভারতের বিরুদ্ধে ৫ নভেম্বর খেলতে নামবে স্কটল্যান্ড।