ICC T20 World Cup

T20 World Cup 2021: খেলতে পারেন গাপ্টিল, ক্ষোভ নিউজ়িল্যান্ডের

মঙ্গলবার শারজায় হ্যারিস রউফের ইয়র্কার তাঁর গোড়ালিতে আছড়ে পড়ে। পরের বলেই অবশ্য আউট হয়ে যান গাপ্টিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ০৮:০৭
Share:

মরিয়া: গাপ্টিলকে (বাঁ-দিকে) খেলাতে চায় নিউজ়িল্যান্ড। ফাইল চিত্র

পাকিস্তানের বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়েছিলেন নিউজ়িল্যান্ড ওপেনার মার্টিন গাপ্টিল। ভারতের সঙ্গে আসন্ন ম্যাচে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বৃহস্পতিবার নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, চোটমুক্ত হয়ে রবিবার ভারতের বিরুদ্ধে নামতে পারেন অভিজ্ঞ ওপেনার গাপ্টিল।

Advertisement

মঙ্গলবার শারজায় হ্যারিস রউফের ইয়র্কার তাঁর গোড়ালিতে আছড়ে পড়ে। পরের বলেই অবশ্য আউট হয়ে যান গাপ্টিল। কিন্তু সেই যন্ত্রণা এতটাই মারাত্মক হয়ে ওঠে যে ভারতের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। গোড়ালি এতটাই ফুলে গিয়েছিল যে, ঠিক মতো হাঁটাচলাও করতে পারছিলেন না গাপ্টিল। ভারতের বিরুদ্ধে তাঁকে রেখে দল পরিকল্পনা সাজাবে কি না তাও ঠিক করে বলতে পারছিলেন না কোচ গ্যারি স্টিড। কিন্তু এ দিন নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলে দেওয়া হয়েছে, গাপ্টিলের গোড়ালি ফুলে গেলেও চোট অতটাও গুরুতর নয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মার্টিন গাপ্টিলের বাঁ-পায়ের গোড়ালি বাজে ভাবে ফুলে গিয়েছিল। যন্ত্রণাও অনুভব করেছে। তবুও ভারতের বিরুদ্ধে রবিবার রাতের ম্যাচে ও খেলতে পারবে বলেই আশা করা হচ্ছে।’’

Advertisement

শুক্রবার ফের অনুশীলনে নামবে নিউজ়িল্যান্ড শিবির। সে দিনই ফিটনেস পরীক্ষা হবে গাপ্টিলের। তিনি যদি পাশ করেন, ভারতের বিরুদ্ধে খেলতে কোনও সমস্যা হবে না। বিবৃতিতে আরও লেখা, ‘‘গাপ্টিল এখনও বিশ্রামে আছে। মেডিক্যাল দলের পর্যবেক্ষণের মধ্যেই রয়েছে। শুক্রবার অনুশীলন করবে নিউজ়িল্যান্ড দল। সেখানেই পরীক্ষা করা হবে ওর চোট কতটা গুরুতর। ম্যাচ খেলার জন্য আদৌ ও কতটা তৈরি সেটাও দেখে নেওয়া হবে শুক্রবার।’’

ভারত ও নিউজ়িল্যান্ড প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হেরে দ্বিতীয় ম্যাচ জিততে মরিয়া। দু’টি গ্রুপ থেকে মোট চারটি দল শেষ চারের লড়াইয়ে যাবে। ভারতের গ্রুপে পাকিস্তান ইতিমধ্যেই দু’টি বড় দলকে হারিয়ে শেষ চারের পথে সবচেয়ে এগিয়ে। ভারতকে এখনও পরীক্ষা দিতে হবে নিউজ়িল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিরুদ্ধে। দেখতে গেলে ভারতের সামনে এই মুহূর্তে নিউজ়িল্যান্ডই সব চেয়ে
বড় কাঁটা।

ট্রেন্ট বোল্টদের কোচ গ্যারি স্টিড ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী। কিন্তু গাপ্টিল আদৌ ফিট হয়ে উঠবেন কি না সেই ধারণা নেই। স্টিডের কথায়, ‘‘আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। গাপ্টিল কতটা সুস্থ হতে পারবে জানি না।’’ স্টিড যদিও ক্ষুব্ধ আইসিসি-র একটি সিদ্ধান্তে। লকি ফার্গুসন চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে অ্যাডাম মিলনেকে দলে নেওয়ার আবেদন করেছিল নিউজ়িল্যান্ড। কিন্তু পাক ম্যাচের আগে তাঁকে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। স্টিড জানিয়েছেন, তাঁকে শেষ মুহূর্তে দল পরিবর্তন করতে হয়েছে মিলনেকে খেলানোর অনুমতি না পাওয়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement