রোহিত-রাহুলের দাপটে বড় জয় ভারতের। ছবি রয়টার্স
মাত্র ৩৮ বলে লক্ষ্যমাত্রার ৮৬ রান তুলে ফেলল ভারত। জয়সূচক ছক্কা এল সূর্যকুমারের ব্যাট থেকে। নিউজিল্যান্ড, আফগানিস্তানের থেকে নেট রান রেট বাড়ল ভারতের।
অর্ধশতরান করেই ছক্কা মারতে গিয়ে ওয়াটের বলে সীমানার ধারে ম্যাকলয়েডের হাতে ধরা পড়লেন।
রান তাড়া করতে নেমে দ্রুত অর্ধশতরান করলেন রাহুল। মাত্র ১৮ বলেই ৫০ পেরোলেন।
মারতে গিয়ে আউট রোহিত। হুইলের বলে এলবিডব্লু হলেন রোহিত। ৩০ করলেন তিনি।
রোহিত ২২ এবং রাহুল ২৬ রানে ব্যাট করছেন। রান রেটে বাড়ানোর জন্য দ্রুত ম্যাচ শেষ করতে মরিয়া ভারত।
৭.১ ওভারের মধ্যে জিতলে আফগানিস্তানের রান রেট টপকাবেন কোহলীরা। ৮.৫ ওভারের মধ্যে জিতলে টপকাবেন নিউজিল্যান্ডকে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
তাহলেই রান রেটে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডকে টপকাবে ভারত।
মার্ক ওয়াটকে ফেরালেন বুমরা। একশোও পেরল না স্কটল্যান্ডের ইনিংস।
শামির ওভারে পরপর তিন বলে তিন উইকেট। ইভান্সকে বোল্ড করলেন শামি।
ম্যাকলয়েডের পর প্রথম বলেই রান আউট শরিফ।
মহম্মদ শামির বলে বোল্ড ম্যাকলয়েড। ১৬ রানে ফিরলেন স্কটিশ ব্যাটার।
ক্রিজে রয়েছেন ম্যাকলয়েড (১৪) এবং ওয়াট (৫)।
এই ম্যাচে প্রথম উইকেট পেলেন অশ্বিন। ফেরালেন ক্রিস গ্রিভসকে (১)।
আবার সাফল্য জাডেজার। উইকেটে জমে যাওয়া লিস্ককে ফেরালেন ২১ রানে। তিন উইকেট হল তাঁর।
ক্রিজে ম্যাকলয়েড (৬) এবং লিস্ক (১০)।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
জাডেজার বলে এলবিডব্লু ম্যাথু ক্রস। ৪ উইকেট পড়ল স্কটল্যান্ডের।