Mahmudullah

T20 World Cup 2021: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে উঠেও ব্যথিত বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লা

জানা গিয়েছে, স্কটল্যান্ডের কাছে হারের পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান প্রকাশ্যে অধিনায়ক মাহমুদুল্লা, শাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমকে দায়ী করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২১ ১৯:৩৩
Share:

মাহমুদুল্লা। ফাইল ছবি

যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে অঘটনের হারের পরেই প্রশ্ন উঠে গিয়েছিল তাঁদের দায়বদ্ধতা নিয়ে। বিশ্বকাপের টিকিট আদৌ তাঁরা পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়েছিল। সমালোচকদের চুপ করিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে উঠে গিয়েছে বাংলাদেশ। তার পরেই অধিনায়ক মাহমুদুল্লা বলে দিলেন, সমালোচনায় তাঁরা ব্যথিত হয়েছিলেন।

Advertisement

জানা গিয়েছে, স্কটল্যান্ডের কাছে হারের পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান প্রকাশ্যে অধিনায়ক মাহমুদুল্লা, শাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমকে দায়ী করেন। এমনকী পরের ম্যাচে ওমানের বিরুদ্ধে জেতা সত্ত্বেও অনেক বাংলাদেশ সমর্থক মনে করেছিলেন, দল আরও ভাল খেলতে পারে।

বৃহস্পতিবার পাপুয়া নিউ গিনিকে হারিয়ে উঠে মাহমুদুল্লা বলেন, “সবার কথাতেই আমরা আঘাত পেয়েছি। আমরা মানুষ, আমাদের অনুভূতি রয়েছে। আমাদের পরিবার রয়েছে। সমর্থকদের মতো আমাদের সন্তান এবং বাবা-মায়েরাও টিভির সামনে বসে খেলা দেখেন। তাঁরা এ সব কথায় আহত হন। নেটমাধ্যম আজকাল সবার ফোনেই রয়েছে। সমালোচনার মতো সমালোচনা হলে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু যেখানে সম্মানহানি হয়, সেই সমালোচনায় খুব আঘাত পাই।”

Advertisement

স্কটল্যান্ড ম্যাচের সেই ফল নিয়ে মাহমুদুল্লা বলেছেন, “আমরা প্রচুর চেষ্টা করেছিলাম। কিন্তু জিততে পারিনি। চোট-আঘাত নিয়েও খেলেছি। কেউ কেউ ব্যথার ওষুধ নিয়ে খেলতে নেমেছিল। তাই আমাদের দায়বদ্ধতা নিয়ে কখনও প্রশ্ন তোলা উচিত নয়। আশা করি এখন সব ঠিক আছে। দলের মধ্যেও ইতিবাচক মানসিকতা এসেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement