Viral Video

এসি থেকে ইঁদুরের ‘বৃষ্টি’! মূষিককুলের সঙ্গে যুদ্ধে ঝাঁটা নিয়ে দৌড়লেন মালিক, প্রকাশ্যে ভিডিয়ো

ঘরের ভিতর মইয়ের উপর উঠে এসি সরাচ্ছেন এক তরুণ। তাঁর পাশে ঝাঁটা হাতে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। এসি সারাই করতে এসে দেওয়াল থেকে সরাতেই সেখান থেকে একের পর এক ইঁদুর পড়তে শুরু করল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ০৯:২৩
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ঘরে শীতাতপ যন্ত্র (এসি) লাগানো রয়েছে ঠিকই। কিন্তু এসি চালু করলেও ঠান্ডা হচ্ছে না। এসি খারাপ হয়ে গিয়েছে ভেবে সারাইকর্মীকে ডাকলেন বাড়ির মালিক। দেওয়াল থেকে এসি সামান্য সরাতেই সেখান থেকে ইঁদুরের ‘বৃষ্টি’ ঝরতে শুরু করল। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘নোটিসিয়াসদালাপা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঘরের ভিতর মইয়ের উপর উঠে এসি সরাচ্ছেন এক তরুণ। তাঁর পাশে ঝাঁটা হাতে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। এসি সারাই করতে এসে দেওয়াল থেকে সরাতেই সেখান থেকে একের পর এক ইঁদুর পড়তে শুরু করল। এসির পিছনেই বাসা বেঁধেছে একদল ইঁদুর।

মেঝেতে পড়তেই এ দিক-ও দিক ছুটতে শুরু করল তারা। ঝাঁটা নিয়ে ইদুরের পিছনে ছোটাছুটি করতে শুরু করলেন ওই ব্যক্তি। তিনি ওই বাড়ির মালিক। ঝাঁটার আঘাতে একটি ইঁদুরকে মেরেও ফেলেন তিনি। কিন্তু বাকি ইঁদুরগুলিকে আর বাগে আনতে পারলেন না তিনি। ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়ে ইঁদুরগুলি। ঘটনাটি পর্তুগালে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেন, ‘‘ঝাঁটা হাতে ইঁদুরদের সঙ্গে যুদ্ধ করতে নেমেছেন। তবুও নাজেহাল অবস্থা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement