ছিটকে গেলেন মিলস। ফাইল ছবি
বিশ্বকাপের দুরন্ত ছন্দে থাকা সত্ত্বেও আচমকা বড় ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন জোরে বোলার টাইমল মিলস। তাঁর ডান পায়ের ঊরুতে চোট রয়েছে। রিজার্ভ দলে থাকা রিসি টপলি তাঁর বদলে দলে ঢুকলেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের দিনই চোট পান মিলস। মঙ্গলবার স্ক্যান করার পর তাঁর চোটের গুরুত্ব বোঝা যায়। প্রতিযোগিতায় খেললে চোট আরও বাড়তে পারত। তাই মিলসকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ইংল্যান্ড।
২৯ বছরের এই ক্রিকেটার মাত্র এক মরসুমই আইপিএল খেলেছেন। কিন্তু সে ভাবে সফল হননি। এ বারের বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে সাতটি উইকেট পেয়েছেন। বিশেষত ডেথ ওভারে বল করার জন্য তিনি ইংল্যান্ড অধিনায়ক অইন মর্গ্যানের অন্যতম সেরা অস্ত্র ছিলেন। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে নামবে ইংল্যান্ড।