Aaron Finch

T20 World Cup 2021: বৃহস্পতিবার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ফিঞ্চরা

বাংলাদেশকে আবার ভোগাচ্ছে তাঁদের ব্যাটারদের ব্যর্থতা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৮৪ রান তুলতে পেরেছিল তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ০৭:২৭
Share:

অ্যারন ফিঞ্চ। ফাইল চিত্র

ইংল্যান্ডের কাছে আগের ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে আজ, বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া। চার ম্যাচ হেরে ইতিমধ্যে ছিটকে গিয়েছে বাংলাদেশ। সেখানে অস্ট্রেলিয়া তিন ম্যাচে দুটো জয় নিয়ে শেষ চারের দৌড়ে ভালমতোই রয়েছে।

Advertisement

অ্যারন ফিঞ্চদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান দুরন্ত ভাবেই চলছিল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁদের দলের দুর্বলতা প্রকট হয়ে। সেই ম্যাচে ফিঞ্চ (৪৯ বলে ৪৪) রান পেলেও অস্ট্রেলিয়ার উপরের সারির ব্যাটাররা ধারাবাহিকতা দেখাতে পারেননি। ফলে বাংলাদেশের বিরুদ্ধে ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার নিশ্চয়ই শুরুতেই বড় রান তুলে জয়ের রাস্তা মসৃণ করতে চাইবেন। ইংল্যান্ড ম্যাচে মিচেল মার্শের জায়গায় অ্যাশটন অ্যাগারকে প্রথম একাদশে নেওয়ার পরে অনেকে প্রশ্ন তুলেছিলেন। এই একই দল বাংলাদেশের বিরুদ্ধেও অস্ট্রেলিয়া রাখে কি না, দেখার।

বাংলাদেশকে আবার ভোগাচ্ছে তাঁদের ব্যাটারদের ব্যর্থতা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৮৪ রান তুলতে পেরেছিল তারা। পাশাপাশি চোটের জন্য শাকিব আল হাসানের না থাকাটাও বড় ধাক্কা দলের জন্য। ‘‘ক্ষমতা অনুযায়ী খেলতে পারিনি আমরা। যে সব ম্যাচ জেতা উচিত ছিল, আমরা হেরেছি। আমরা আরও ভাল খেলতে পারি,’’ বলেছেন বাংলাদেশের জোরে বোলার তাসকিন আহমেদ। জয় চাই রাসেলদের: বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি শ্রীলঙ্কার। দুটো পরপর হারের পরে বাংলাদেশের বিরুদ্ধে তিন রানে জিতে শেষ চারের দৌড়ের আশা ধরে রেখেছেন ক্যারিবিয়ানরা। তবে গ্রুপের বাকি দুই ম্যাচে বড় ব্যবধানে জিততে
হবে তাঁদের।

Advertisement

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে: ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা, সন্ধে ৭.৩০ থেকে, স্টার স্পোর্ট ওয়ান চ্যানেলে সম্প্রচার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement