Syed Mushtaq Ali Trophy

মনোজহীন বাংলা দল, মুস্তাক আলি ট্রফিতে দলে ফিরলেন বিশ্বকাপজয়ী বোলার

মুস্তাক আলি ট্রফির দল ঘোষণা করল বাংলা। সেই দলে নেই মনোজ তিওয়ারি। তরুণদের নিয়ে তৈরি করা দলে সুযোগ পেলেন রবি কুমার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ১৫:২৫
Share:

অভিজ্ঞ ব্যাটার মনোজ তিওয়ারি দলে নেই। —ফাইল চিত্র

সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য দল ঘোষণা করল বাংলা। অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বেই ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলবে তারা। দলে যদিও অভিজ্ঞ ব্যাটার মনোজ তিওয়ারি নেই। নেই অনুষ্টুপ মজুমদারও। সহঅধিনায়ক ঋত্বিক চট্টোপাধ্যায়।

Advertisement

১১ অক্টোবর থেকে শুরু হবে মুস্তাক আলি ট্রফি। বাংলা রয়েছে গ্রুপ ‘ই’তে। সেই গ্রুপে বাংলা ছাড়াও রয়েছে চণ্ডীগড়, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং তামিলনাড়ু। বাংলা দলে রঞ্জিতে ভাল খেলা মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল, অভিষেক পোড়েলদের যেমন রাখা হয়েছে, তেমনই রয়েছেন ভারতীয় দলে ডাক পাওয়া অলরাউন্ডার শাহবাজ আহমেদ। আইপিএলে পঞ্জাব কিংস দলে সুযোগ পাওয়া অলরাউন্ডার ঋত্বিক চট্টোপাধ্যায়ের কাঁধে সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতা বাঁহাতি পেসার রবি কুমারকেও দলে ফেরানো হয়েছে। এর আগে রঞ্জি দলে তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল। যদিও কোনও ম্যাচ খেলানো হয়নি। এ বার মুস্তাক আলিতে সুযোগ পেলেন তিনি। তরুণ পেসারের উপর ভরসা রাখলেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল।

Advertisement

দলে সায়ন শেখর মণ্ডল, ঋত্বিক, শাহবাজদের মতো অলরাউন্ডারদের রাখা হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁদের উপর ভরসা করছে বাংলা।

বাংলার প্রথম ম্যাচ ১১ অক্টোবর ঝাড়খণ্ডের বিরুদ্ধে। ওড়িশার বিরুদ্ধে ম্যাচ ১৪ অক্টোবর। তামিলনাড়ুর বিরুদ্ধে তৃতীয় ম্যাচ। সেই ম্যাচ হবে ১৬ অক্টোবর। সিকিমের বিরুদ্ধে ম্যাচ ১৮ অক্টোবর। ২০ অক্টোবর ম্যাচ ছত্তীসগঢ়ের বিরুদ্ধে। শেষ ম্যাচ চণ্ডীগড়ের বিরুদ্ধে ২২ অক্টোবর।

বাংলা দল: অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), ঋত্বিক চট্টোপাধ্যায়, অভিষেক দাস, ঋত্বিক রায়চৌধুরী, সুদীপ কুমার ঘরামি, রঞ্জত সিংহ খইরা, অগ্নিভ পান (উইকেটরক্ষক), অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, সুজিত কুমার যাদব, মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল, সায়ন শেখর মণ্ডল, রবি কুমার, আকাশ ঘটক এবং গিত পুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement