Suryakumar Yadav

চাপে পড়ব না, দায়িত্ব পেয়ে বলছেন আপ্লুত সূর্য

মঙ্গলবার রাতে দল ঘোষণা করেন নির্বাচকেরা। তবে প্রথমে খবরটা পেয়ে বিশ্বাস করতে চাননি সূর্য। তাঁর বাবা ঘোষিত দলের তালিকাটা সূর্যকে জানানোর পরে বিস্মিত হয়ে গিয়েছিলেন এই ব্যাটসম্যান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ০৮:০৭
Share:

সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত যে নতুন যুগে পা রাখতে চলেছে, তার ইঙ্গিত পাওয়া গিয়েছে শ্রীলঙ্কা সিরিজ়ের দল নির্বাচন দেখে। যেখানে হার্দিক পাণ্ড্য অধিনায়ক, সূর্যকুমার যাদব সহ-অধিনায়ক।

Advertisement

নতুন এই দায়িত্ব পেয়ে কী ভাবছেন সূর্যকুমার? বুধবার রঞ্জি ম্যাচের পরে সাংবাদিকদের সূর্য বলেন, ‘‘আমাকে যে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে, সেটা আশা করিনি। আমার মনে হয়, এই বছরটা যে ভাবে খেলেছি, তারই পুরস্কার পেলাম। এই দায়িত্ব সামলাতে এখন মুখিয়ে আছি।’’

মঙ্গলবার রাতে দল ঘোষণা করেন নির্বাচকেরা। তবে প্রথমে খবরটা পেয়ে বিশ্বাস করতে চাননি সূর্য। তাঁর বাবা ঘোষিত দলের তালিকাটা সূর্যকে জানানোর পরে বিস্মিত হয়ে গিয়েছিলেন এই ব্যাটসম্যান। সূর্য বলেছেন, ‘‘আমার বাবা গণমাধ্যমের উপরে খুব নজর রাখেন। উনি আমাকে দলের তালিকাটা পাঠিয়ে দেন। সঙ্গে বার্তা দেন, যেন আমি চাপে না পড়ি।’’ যোগ করেন, ‘‘তালিকাটা দেখে আমি চোখ বুজে নিজেকে প্রশ্ন করেছিলাম, ‘এটা কি সত্যি?’ দারুণ একটা অনুভূতি হয়েছিল ভারতীয় দলের সহ-অধিনায়ক হয়ে।’’

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, তাতে সিনিয়র ক্রিকেটাররা নেই। বিশ্রামে রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুলরা। এই দায়িত্ব কি তাঁকে চাপে ফেলে দেবে? সূর্য আত্মবিশ্বাসী, চাপে পড়বেন না তিনি। ক্রিকেটবিশ্ব যাঁকে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যান বলে জানে, সেই সূর্য পরিষ্কার বলেছেন, ‘‘আমি সব সময় দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে থাকি। চাপ সামলাতেও তৈরি থাকি। মাঠে নামলে আমি সব সময় খেলাটা উপভোগ করার চেষ্টা করি। অতিরিক্ত ভাবনাচিন্তা করতে ভালবাসি না।’’

ব্যাট করার সময় দেখা গিয়েছে সূর্য প্রথম থেকেই ভয়ডরহীন ক্রিকেট খেলছেন। প্রথম বলেও ছয় মারতে দেখা যায় সূর্যকে। অবিশ্বাস্য সব শট নেন উইকেটের চারদিকে। যা দেখে মুগ্ধ সুনীল গাওস্কর থেকে ওয়াসিম আক্রমের মতো কিংবদন্তিরা। কী ভাবে এত ঠান্ডা থাকেন? সূর্যের জবাব, ‘‘আমার ফর্মুলাটা খুব সহজ। আমি ভাবনাচিন্তা সব হোটেল আর নেটে রেখে ব্যাট করতে নামি। ক্রিজ়ে নামলে একটাই লক্ষ্য থাকে। ব্যাটিংটা উপভোগ করা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement