India vs South Africa

সূর্যের মাথায় এখনও বিশ্বকাপ ফাইনালে হারের হতাশা, প্রোটিয়াদের বিরুদ্ধে চান ভয়ডরহীন ক্রিকেট

বিশ্বকাপ ফাইনালের পর কেটে গিয়েছে ২১ দিন। এখনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই হারের দুঃখ ভুলতে পারছেন না সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁরা ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩ ২১:৩৫
Share:

সূর্যকুমার যাদব। — ফাইল চিত্র।

বিশ্বকাপ ফাইনালের পর কেটে গিয়েছে ২১ দিন। এখনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই হারের দুঃখ ভুলতে পারছেন না সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে আবার তাঁর মুখে ফাইনালের কথা। তবে সেই অস্ট্রেলিয়াকেই টি-টোয়েন্টি সিরিজ়ে হারানোয় যে আত্মবিশ্বাস অনেকটাই ফিরেছে সেটা মেনে নিয়েছেন তিনি। এটাও জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভয়ডরহীন ক্রিকেট খেলবেন তাঁরা।

Advertisement

হার্দিক পাণ্ড্যের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্য। অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকাতেও তিনিই অধিনায়ক। প্রথম ম্যাচের আগের দিন সূর্য বলেছেন, “বিশ্বকাপের ফাইনালে হার হতাশাজনক। সহজে সেটা ভুলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় জয় অন্য রকম আনন্দের। সে যতই অন্য ফরম্যাটে হোক না কেন।”

ভয়ডরহীন ক্রিকেট নিয়ে সূর্য বলেছেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছেলেরা প্রত্যেকে নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছে। বুক চিতিয়ে এগিয়ে এসে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। আমি ওদের একটাই কথা বলেছিলাম, আইপিএলে যে ভাবে খেলো এখানেও সেই ভাবেই খেলো।”

Advertisement

প্রথম ম্যাচে কী দল নামাবেন তা প্রকাশ্যে বলতে চাননি সূর্যকুমার। কিন্তু দলের মধ্যে সেটা যে ঠিক করে নিয়েছেন সেটা জানিয়েছেন। বলেছেন, “একটা প্রথম একাদশ আমাদের মাথায় রয়েছে। জানি কারা কাল ওপেন করবে। তবে আজ অনুশীলনের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমাদের হাতে ষষ্ঠ বোলারের বিকল্প রয়েছে। সেটাও কাজে লাগতে পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement