মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।
আইপিএল শুরু হতে এখনও মাস দেড়েক বাকি। তার আগেই চেন্নাই সুপার কিংসকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিলেন সুনীল গাওস্কর। পরের আইপিএলে সিএসকে কত দূর যেতে পারে সেটা এখনই জানিয়ে দিয়েছেন তিনি। প্রাক্তন ক্রিকেটারের মতে, ধোনির দল অন্তত প্লে-অফ খেলবেই।
এখনও পর্যন্ত ১৬ বারের মধ্যে ১২ বারই আইপিএলের প্লে-অফে খেলেছে সিএসকে। ট্রফি জিতেছে পাঁচ বার। নিলামে তারা ভাল ক্রিকেটারও কিনেছে। গাওস্করের মতে, এ বারও ধোনির দলে ভারসাম্য রয়েছে। ফলে প্রথম চারে শেষ করার ব্যাপারে তারাই প্রধান দাবিদার।
গাওস্কর বলেছেন, “নিলামে টেবিলে কেনা ক্রিকেটারদের দিকে যদি দেখেন যে যে যে জায়গাগুলো কমজোরি ছিল সবক’টাতেই ক্রিকেটার কিনেছে ওরা। গত বছর বোলিং এবং ব্যাটিংয়ে একটু দুর্বলতা ছিল। অম্বাতি রায়ডুর অবসরের পর কাউকে বিকল্প হিসাবে নিতে হত। সব জায়গাই ভরাট করে ফেলেছে। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল রয়েছে দলে।”
গাওস্করের সংযোজন, “আমার মতে, সিএসকে প্লে-অফ খেলবেই। পুরোপুরি নিশ্চিত হয়ে বলতে পারি না। কিন্তু যে ভাবে গত কয়েক বছরে চেন্নাই খেলেছে, তাতেই এটা স্পষ্ট। এর আগে ১২ বার ওরা প্লে-অফে খেলেছে। পরের বারই ১৩ নম্বর হতে চলেছে। ওদের হাতে একাধিক বিকল্প রয়েছে।”