India Cricket

ব্যাটিং নয়, বিরাট-রোহিতের অন্য এক গুণে মুগ্ধ গাওস্কর, টি২০ বিশ্বকাপের আগে কী বললেন সুনীল

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বিরাট কোহলি ও রোহিত শর্মার অন্য এক গুণ দেখে মুগ্ধ সুনীল গাওস্কর। কী বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ ২০:৫৮
Share:

বিরাট কোহলি (বাঁ দিকে) ও রোহিত শর্মা। —ফাইল চিত্র

তাঁদের প্রাথমিক কাজ ব্যাটিং। কিন্তু ব্যাটিং নয়, বিরাট কোহলি ও রোহিত শর্মার অন্য এক গুণ দেখে মুগ্ধ সুনীল গাওস্কর। চলতি বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতের দুই ক্রিকেটারের কথা উঠে এল গাওস্করের মুখে।

Advertisement

গাওস্করের মতে, এই বয়সেও বিরাট ও রোহিত যে মানের ফিল্ডিং করেন তা এক কথায় অসাধারণ। তিনি বলেন, ‘‘গত দেড় বছরে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন বিরাট। বিশ্বকাপে ৭৫০ রান করেছে। তিনটে শতরান করেছে। ওর ব্যাটিং নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু আমাকে যেটা আরও মুগ্ধ করেছে তা হল বিরাটের ফিল্ডিং।’’

রোহিতের প্রসঙ্গেও একই কথা বলেছেন গাওস্কর। তিনি বলেন, ‘‘বিরাটের পাশাপাশি রোহিতও দুর্দান্ত ফিল্ডার। এই বয়সে মাঠে ওরা যে ভাবে শরীর ছুড়ে দেয় তা বাকিদের শেখা উচিত। ভাল ফিল্ডার সব সময় দলের কাজে আসে।’’

Advertisement

দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপের ফাইনালে উঠেও হারতে হয়েছে ভারতকে। ফাইনালের আগে টানা ১০টি ম্যাচ জিতেছিল তারা। কিন্তু ট্রফি জিততে পারেনি। ২০১৩ সালের পর থেকে কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট ও রোহিতকে ভারতীয় দলে দেখা যাবে কি না তা নিয়ে জল্পনা চলছে। তার মাঝেই দুই ক্রিকেটারের ফিল্ডিংয়ের প্রশংসা করলেন গাওস্কর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement