Sunil Gavaskar

Sunil Gavaskar: রোহিত-পটৌডির উদাহরণ টেনে কাকে ভারতের টেস্ট অধিনায়ক করতে বললেন গাওস্কর

বিরাট কোহলী ভারতের টেস্ট অধিনায়কের পদ ছাড়ার পরে এখনও পর্যন্ত নতুন অধিনায়ক হিসাবে কারও নাম ঘোষণা করেনি বিসিসিআই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১৮:১৫
Share:

কাকে অধিনায়ক করতে বললেন গাওস্কর ফাইল চিত্র

বিরাট কোহলী ভারতের টেস্ট অধিনায়কের পদ ছাড়ার পরে এখনও পর্যন্ত নতুন অধিনায়ক হিসেবে কারও নাম ঘোষণা করেনি বিসিসিআই। সহ-অধিনায়ক হওয়ায় পাল্লা ভারী রোহিত শর্মার দিকে। কিন্তু তাঁকে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে দেখতে চান না ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তাঁর ভোট ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের দিকে। তিনি কেন পন্থের নাম বলছেন তার ব্যাখ্যা করতে রোহিত ও ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক টাইগার পটৌডির উদাহরণ টানলেন গাওস্কর

Advertisement

কাকে নতুন অধিনায়ক করা উচিত সেই প্রসঙ্গে গাওস্কর বলেন, ‘‘কাকে নতুন অধিনায়ক করা হবে তা নিয়ে নির্বাচকদের মধ্যে বড় আলোচনা হতে চলেছে। এমন এক জনকে বাছা উচিত যে তিন ফরম্যাটেই খেলার যোগ্য। তা হলে নির্বাচন করা অনেক সহজ হবে। যদি আমাকে বলা হয় তা হলে আমি এখনও পন্থের নামই নেব।’’

তার পরেই নিজের পছন্দের কারণ ব্যাখ্যা করেন গাওস্কর। তিনি বলেন, ‘‘আমার কথার একটাই কারণ। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদ থেকে রিকি পন্টিং সরে দাঁড়ানোর পরে যখন রোহিতকে দায়িত্ব দেওয়া হল তার পর থেকে ওর খেলাও বদলে গেল। হঠাৎ করে ৩০-৪০ রান করার বদলে ৫০, ১০০ রান করতে শুরু করল রোহিত। আমার মনে হয় পন্থকে দায়িত্ব দিলে ও কেপ টাউনের মতো আরও অনেক শতরান করবে।’’

Advertisement

পটৌডির প্রসঙ্গে টেনে গাওস্কর বলেন, ‘‘নরি কন্ট্রাক্টর চোট পাওয়ার পরে মাত্র ২১ বছর বয়সে পটৌডিকে অধিনায়ক করা হয়েছিল। তার পর ও কী করেছে তা সবাই জানে। দিল্লি ক্যাপিটালসের হয়ে পন্থ দেখিয়েছে অধিনায়ক হিসাবেও ও সফল। আমার ওর উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা পন্থের রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement