Virat Kohli

কোহলিকে শতরান থেকে বঞ্চিত করতে ইচ্ছে করে ‘ওয়াইড’ করেছিলেন শাহিন? প্রকাশ্যে নতুন তথ্য

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে ভারতকে জিতিয়েছেন বিরাট কোহলি। তবে সুনীল গাওস্করের ধারণা, কোহলি যাতে শতরান না করতে পারেন তাই ইচ্ছা করে ‘ওয়াইড বল’ করে লক্ষ্যমাত্রা আরও কমিয়ে দিয়েছিলেন শাহিন আফ্রিদি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৩
Share:

শতরানের পর বিরাট কোহলি। ছবি: পিটিআই।

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে ভারতকে জিতিয়েছেন বিরাট কোহলি। তবে ম্যাচের একটা সময় লক্ষ্যমাত্রা কমে আসায় কোহলি শতরান করতে পারবেন কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সুনীল গাওস্করের ধারণা, কোহলি যাতে শতরান না করতে পারেন তাই ইচ্ছা করে ‘ওয়াইড বল’ করে লক্ষ্যমাত্রা আরও কমিয়ে দিচ্ছিলেন শাহিন আফ্রিদি।

Advertisement

ভারতের ইনিংসের ৪১ ওভার শেষ হওয়ার পর বল করতে এসেছিলেন শাহিন। তখন ভারতের জিততে ১৭ রান বাকি ছিল। কোহলির শতরানে বাকি ছিল ১৩। সেই ওভারে তিনটি ওয়াইড করে লক্ষ্যমাত্রা আরও কমিয়ে দেন শাহিন। দর্শকাসন থেকে তাঁকে ব্যঙ্গ করা হয়।

সেই প্রসঙ্গে গাওস্কর বলেন, “আমার মনে হয় ওরা ইচ্ছা করে ওয়াইড বল করতে চাইছিল যাতে কোহলি কোনও ভাবেই ১০০ রানে না পৌঁছতে পারে। কোহলি ৯০ রান করলে ঠিক আছে। কিন্তু কোহলির শতরান বিরাট একটা ব্যাপার। বিশেষত পাকিস্তানের মতো দেশের বিরুদ্ধে। মনে হয় ওরা সেটা চাইছিল না।”

Advertisement

কেন পাকিস্তান চাইছিল না সেটাও বলে দিয়েছেন গাওস্কর। তাঁর কথায়, “ভারত এবং পাকিস্তানের একটা ক্রিকেট ইতিহাস রয়েছে। তাই যে কোনও ম্যাচেই একটা দল আর একটা দলকে টেক্কা দিতে চাইবে। সেটা ক্রিকেট বা হকি যে খেলাই হোক না কেন। পাকিস্তান সেটাই করতে চেয়েছে।”

গাওস্করের মতে, কোনও দেশই চায় না তাদের বিরুদ্ধে কোনও নজির তৈরি হোক। যখন তারা বুঝতে পারে হারছে, তখন নজির যাতে না হয় সেই চেষ্টা আরও বেশি করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement