Kabul

Kabul Blast: টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আফগানিস্তানের স্টেডিয়ামে বিস্ফোরণ, আহত একাধিক

কাবুলের ক্রিকেট স্টেডিয়ামে ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন বিস্ফোরণ হয়। এক আত্মঘাতী হামলায় স্টেডিয়ামের এক দিকে বিস্ফোরণ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৯:২১
Share:

কাবুল স্টেডিয়ামে বিস্ফোরণ। ছবি: টুইটার থেকে

কাবুলে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণ। আহত একাধিক। শুক্রবার আত্মঘাতী হামলায় হঠাৎ কেঁপে ওঠে কাবুলের আন্তর্জাতিক স্টেডিয়াম। আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ম্যাচ চলছিল।

Advertisement

কাবুল স্টেডিয়ামে সেই সময় স্পাগিজা ক্রিকেট লিগে খেলা চলছিল বন্দে আমির ড্রাগনস এবং পামির জালমির মধ্যে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই লিগ শুরু হয় ২০১৩ সালে। যুক্তরাষ্ট্রের কর্তারা উপস্থিত ছিলেন মাঠে। সেই সময়ই হয় বিস্ফোরণ। ক্রিকেটাররা সঙ্গে সঙ্গে বাঙ্কারের দিকে দৌড়ে যায়।

দু’দিন আগে কাবুলের কর্তে পারওয়ান গুরুদ্বারের সামনে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণেও কেউ মারা যাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement