চন্ডীমলের দ্বিশতরানে নজির গড়ল শ্রীলঙ্কা। ছবি: টুইটার।
দীনেশ চন্ডীমলের অপরাজিত দ্বিশতরানের সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে তুলল ৫৫৪ রান। এই নিয়ে দ্বিতীয় বার টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০০ বা তার বেশি রান করল শ্রীলঙ্কা। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ টেস্ট ইনিংসের নজির গড়ল দিমুখ করুণারত্নের দল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় বার টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ৫০০ বা তার বেশি রান করতে শ্রীলঙ্কার লেগে গেল ৩০ বছর। প্রথম এবং শেষ বার শ্রীলঙ্কা এই নজির গড়েছিল ১৯৯২ সালে। অর্জুন রণতুঙ্গার দল অ্যালান বর্ডারদের বিরুদ্ধে করেছিল ৮ উইকেটে ৫৪৭ রান। ইনিংসের সমাপ্তি ঘোষণা করার মাশুল দিতে হয়েছিল শ্রীলঙ্কাকে। কলম্বোয় আয়োজিত সেই টেস্ট ১৬ রানে হেরে গিয়েছিল রণতুঙ্গার দল।
গল টেস্টের প্রথম ইনিংসের রানই এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান। অজিদের বিরুদ্ধে শ্রীলঙ্কার টেস্ট রেকর্ড দারুণ না হলেও টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলার কৃতিত্ব কিন্তু রয়েছে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রের দখলেই। ১৯৯৭ সালে কলম্বোয় ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে ৯৫২ রান করেছিল রণতুঙ্গার দল।
টেস্টে বড় রানের ইনিংস অবশ্য বহু বারই উপহার দিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ৭০০ বা তার বেশি রানের ইনিংস গড়েছে ৬ বার। তার মধ্যে তিন বারই বিদেশের মাটিতে ৭০০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।