মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।
সরাসরি এক দিনের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি শ্রীলঙ্কা। ১৯৯৬ সালের চ্যাম্পিয়নদের খেলতে হবে যোগ্যতা অর্জন প্রতিযোগিতা। ১৮ জুন থেকে জ়িম্বাবোয়েতে শুরু হবে এই প্রতিযোগিতা। শুক্রবার ১৫ জনের দল ঘোষণা করল শ্রীলঙ্কা। দাসুন শনাকার দলে সুযোগ পেয়েছেন আইপিএলে সাফল্য পাওয়া মাতিশা পাতিরানা।
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে নজর কেড়েছিলেন পাতিরানা। মহেন্দ্র সিংহ ধোনির দলের হয়ে ১২টি ম্যাচ খেলে ১৯টি উইকেট নিয়েছেন তিনি। এক দিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের প্রতিযোগিতার দলে রাখা হয়েছে তাঁকে। মনে করা হচ্ছে, চেন্নাইয়ের হয়ে আইপিএলে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন পাতিরানা। সিএসকের আর এক ক্রিকেটার মাহিস থিকসানাও আছেন দলে।
আইপিএলের পর আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে শ্রীলঙ্কার হয়ে অভিষেক হয়েছে ডানহাতি জোরে বোলারের। সেই ম্যাচে অবশ্য হতাশ করেছেন ২০ বছরের ক্রিকেটার। ৮.৫ ওভারে ৬৬ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন তিনি। আফগানদের বিরুদ্ধে ১টি টি-টোয়েন্টি ম্যাচেও ১ ওভার বল করে ১৬ রান দেন। অর্থাৎ, দু’টি আন্তর্জাতিক ম্যাচেই আইপিএলের ছন্দে দেখা যায়নি তাঁকে। তবু পাতিরানার উপর ভরসা রাখলেন শ্রীলঙ্কার নির্বাচকরা। আরও এক নতুন মুখকে সুযোগ দিয়েছেন তাঁরা। আফগানিস্তানের বিরুদ্ধেই অভিষেক হওয়া ২৯ বছরের দাসুন হেমন্তকেও দলে রাখা হয়েছে।
শ্রীলঙ্কার ঘোষিত দল: দাসুন শনাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক এবং উইকেটরক্ষক), দিমুথ করুণারত্নে, পাথুম নিশঙ্কা, চরিথ আশালঙ্কা, ধনঞ্জয় ডিসিলভা, সাদিরা সমরাবিক্রম, ওয়ানিন্দু হাসরঙ্গ, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, মাহিস থিকসানা, মাতিশা পাতিরানা, দাসুন হেমন্ত।