Shah Rukh Khan on KKR

কোহলিদের বিরুদ্ধে নামার আগে কেকেআরের সাজঘরে শাহরুখ, দলকে কী বার্তা বাদশার

আইপিএলের উদ্বোধনে ইডেন গার্ডেন্সে থাকবেন শাহরুখ খান। ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের সাজঘরে গিয়েছেন তিনি। সেখানে গিয়ে দলকে কী বার্তা দিয়েছেন শাহরুখ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৬:১০
Share:
cricket

ইডেন গার্ডেন্সে শাহরুখ খান। ছবি: পিটিআই।

শুক্রবারই কলকাতায় পৌঁছে গিয়েছেন শাহরুখ খান। শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধন। সেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বলিউডের বাদশাকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের সাজঘরে গিয়েছেন দলের মালিক। সেখানে গিয়ে দলকে বার্তাও দিয়েছেন তিনি।

Advertisement

কেকেআর শাহরুখের সেই ভিডিয়ো প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, দলের সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ রয়েছেন। তাঁদের সামনে শাহরুখ বলেন, “ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। সুস্থ থেকো। আনন্দ থেকো। প্রত্যেকের খেয়াল রাখার জন্য চন্দু স্যরকে (প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত) ধন্যবাদ। যারা নতুন এসেছে তাদের স্বাগত। আমাদের অধিনায়কের দায়িত্ব নেওয়ায় অজিঙ্ককে (রাহানে) ধন্যবাদ। আশা করছি তুমি এখানে নতুন একটা ঘর পাবে। আশা করছি একটা ভাল সন্ধে কাটাব। একটা ভাল ম্যাচ খেলব।”

শাহরুখের কথা থেকে স্পষ্ট, দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করেছেন তিনি। প্রতি বারই এই ভূমিকায় দেখা যায় শাহরুখকে। কেকেআরের ম্যাচের সময় ইডেনে থাকলে খেলা শেষে মাঠে নামেন তিনি। সকলের সঙ্গে দেখা করেন। শুধু কেকেআর নয়, প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেন। সকলকে জড়িয়ে ধরেন। তাঁদের আপন করে নেন। যাঁরা কেকেআরে খেলেন, তাঁরা শাহরুখের এই আপন করে নেওয়ার ক্ষমতার প্রশংসা করেন। সেই কাজটাই আরও এক বার করলেন তিনি। মরসুম শুরু হওয়ার আগেই দলকে একসঙ্গে আনন্দ করে খেলার পরামর্শ দিলেন মালিক।

Advertisement

গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। তাই এ বার বাড়তি চাপ থাকবে দলের উপর। বাড়তি দায়িত্ব থাকবে। শাহরুখও জানেন, পর পর দু’বার চ্যাম্পিয়ন হওয়া কঠিন। তার উপর এ বার দলের অধিনায়ক আলাদা। নতুন অনেক ক্রিকেটার এসেছেন। তাই আগে থেকেই দলের উপর থেকে চাপ সরানোর চেষ্টা করলেন তিনি। এই কাজ তিনি বছরের পর বছর করছেন। দলকে আনন্দে রাখার, ফুরফুরে রাখার চেষ্টা করলেন মালিক।

শনিবার ইডেনে উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও থাকবেন গায়িকা শ্রেয়া ঘোষাল, অভিনেত্রী দিশা পাটানিরা। তাঁদের পারফর্ম করতে দেখা যাবে। অনেক দিন পর আইপিএলে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। বাদশার হাত ধরেই শুরু হবে এ বারের আইপিএল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement