রবি বিষ্ণোই। —ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকার পেসার জায়গা করে নিলেন টি-টোয়েন্টির ক্রমতালিকায় প্রথম দশে। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে প্রথম দশে ঢুকলেন এনরিখ নোখিয়ে। রয়েছেন ভারতের দুই বোলার। তবে এক জনের জায়গা হয়নি বিশ্বকাপের দলে।
টি-টোয়েন্টির ক্রমতালিকায় বোলারদের মধ্যে শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ। তৃতীয় এবং চতুর্থ স্থানে ভারতের অক্ষর পটেল এবং রবি বিষ্ণোই। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে অক্ষর থাকলেও নেই বিষ্ণোই। শ্রীলঙ্কার মাহিশ থিকশানা রয়েছেন ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে আফগানিস্তানের রশিদ খান। ন’ধাপ উঠে অষ্টম স্থানে নোখিয়ে। এর পর রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের আকিল হোসেন এবং আফগানিস্তানের ফজল হক ফারুকি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে নোখিয়ে তুলে নেন কামিন্ডু মেন্ডিস, কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্ক এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ়ের উইকেট। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৭৭ রানে। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সেরা বোলিং এটাই। মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন নোখিয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষে আরও এমন কিছু পরিবর্তন হতে পারে। শুধু বোলিং নয় ব্যাটিংয়ের ক্রমতালিকাতেও কিছু জায়গা বদল হতে পারে।