South Africa

দ্বিতীয় ইনিংসে ম্যাচে ফিরল দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এগিয়ে ২৩৯ রানে

এডেন মার্করাম, কাইল ভেরেইনেদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২৩৯ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে চাপ ক্যারিবিয়ান বাহিনী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৪ ১৬:০১
Share:

উচ্ছ্বাস দক্ষিণ আফ্রিকার। —ফাইল চিত্র।

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতা ঢেকে গেল দ্বিতীয় ইনিংসে। এডেন মার্করাম, কাইল ভেরেইনেদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২৩৯ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে চাপ ক্যারিবিয়ান বাহিনী।

Advertisement

দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ় টেস্টে প্রথম দিনে ১৭টি উইকেট পড়েছিল। দ্বিতীয় দিনে পড়ল ৮ উইকেট। কিন্তু দক্ষিণ আফ্রিকা টেস্টে চালকের আসনে বসে পড়ল। প্রথম ইনিংসে ১৬০ রানে অল আউট হয়ে গিয়েছিল তারা। কিন্তু বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ়ক ১৪৪ রানে শেষ করে ম্যাচে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে তারা।

প্রথম ইনিংসে টেম্বা বাভুমার দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন ডেন পিট। বাভুমা নিজে কোনও রান পাননি। ২৮ রান করেন ডেভিড বেডিংহ্যাম। ট্রিস্টিয়ান স্টাবস করেন ২৬ রান। নান্দ্রে বার্গার করেন ২৩ রান। তাতেও ১৬০ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

Advertisement

মাত্র ১৬০ রানের বোঝা মাথায় নিয়ে খেলতে নেমেও ব্যর্থ ক্যারিবিয়ান ব্যাটিং। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট তিন রানের বেশি করতে পারেননি। তবে লড়াই করেন জেসন হোল্ডার। তিনি ৫৪ রান করেন। কেসি কার্টি করেন ২৬ রান। শামার ব্যাট হাতে ২৫ রান করে লিড কমানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও খুব লাভ হয়নি। দ্বিতীয় ইনিংসে বড় লিড নেওয়ার পথে দক্ষিণ আফ্রিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement