south africa

Virat Kohli: সিরিজ অনিশ্চিত, কোহলীদের খেলতে আসার অনুরোধ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের

সে দেশের জৈবদুর্গ কতটা ভাল এবং নিরাপদ, সেটা উঠে এসেছে ডিন এলগার এবং তেম্বা বাভুমার কথায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ ১৫:৩২
Share:

বিরাট কোহলী। ফাইল ছবি

একটানা জৈবদুর্গে খেলে আসছে তারা। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে হয়েছে। কিন্তু ভারতের বিরুদ্ধে খেলতে এতটাই মরিয়া দক্ষিণ আফ্রিকা যে, আরও কিছুদিন জৈবদুর্গে থাকতে আপত্তি নেই তাদের।

Advertisement

ভারত ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা সফর পিছিয়ে দিতে পারে বলে শোনা যাচ্ছে। কিন্তু সে দেশের জৈবদুর্গ কতটা ভাল এবং নিরাপদ, সেটা উঠে এসেছে টেস্ট দলের অধিনায়ক ডিন এলগার এবং সীমিত ওভারের অধিনায়ক তেম্বা বাভুমার কথায়।

বাভুমা বলেছেন, “জৈবদুর্গে থেকে ক্রিকেট খেলা প্রত্যেকের কাছে একটা চ্যালেঞ্জ। সব কিছু বদলে গিয়েছে। হোটেলে কী ভাবে থাকব, কী ভাবে অনুশীলন করব, সব বদলে গিয়েছে। একে অপরকে জড়িয়ে ধরার অধিকারও নেই আমাদের। তবে এটা মাথায় রেখেও বলছি, যে ধরনের জৈবদুর্গে আমরা থাকি তাতে সর্বোচ্চ মানের নিরাপত্তা দেওয়া হয়। প্রত্যেকের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে মাথায় রাখা হয়।”

Advertisement

এলগার বলেছেন, “ভাবতে অবাক লাগে যে জৈবদুর্গে প্রায় এক বছর কাটিয়ে ফেললাম আমরা। কিন্তু কোভিডের এই সময়ে প্রত্যেকেই জানেন জৈবদুর্গে থাকার গুরুত্ব কতটা। শারীরিক বা মানসিক ভাবে ঠিক থাকা কঠিন। তবে বোর্ড যে ভাবে সব দিক থেকে আমাদের খেয়াল রাখছে, তাতে আমরা খুশি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement